রেফারিদের বকেয়া কোটি টাকা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফুটবলের মাঠে বাঁশি বাজান তারা। ফলে খেলার অন্যতম একটি অংশও রেফারিরা। অথচ দেশের ঘরোয়া ফুটবলে রেফারিরা বরাবরই অবহেলিত। তাদের সম্মানী থাকে বকেয়া। বাফুফের কাছে রেফারিদের পাওনা প্রায় কোটি টাকা। দীর্ঘ দিন ধরে বকেয়া থাকলেও পরিশোধের আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হচ্ছে রেফারিদের।

গতকাল সোমবারও আরেকবার বকেয়া পরিশোধের আশ্বাস দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) রেফারিজ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। বাফুফে ভবনে বাংলাদেশের ১১জন রেফারিকে ফিফা কর্তৃক প্রেরিত ব্যাজ প্রদান করেন বাফুফের এই সিনিয়র সহ-সভাপতি। সংবাদ সম্মেলনে রেফারিদের সম্মানী বকেয়া সম্পর্কে সালাম মুর্শেদি বলেন, ‘আমরা চেষ্টা করছি দ্রুতই রেফারিদের বকেয়া পরিশোধ করার। আমাদের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, তা স্বীকার করছি। তবে দ্রুতই তাদের বকেয়া টাকা পরিশোধ করা হবে।’ তিনি যোগ করেন, ‘এই মাসেই আমরা বড় অংকের একটা বকেয়া শোধ করার পদক্ষেপ নিয়েছি। আরো কিছুটা সময় লাগবে। তবে দ্রুত সময়ের মধ্যেই বকেয়া পরিশোধিত হবে।’