ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গোল পেলেন সানজিদা, জিতলেন সাবিনা

গোল পেলেন সানজিদা, জিতলেন সাবিনা

ইস্ট বেঙ্গলের জার্সিতে ইতিহাস গড়ে ইন্ডিয়ান উইমেন্স লিগে আগেই অভিষেক হয়েছে সানজিদা আক্তারের। তবে সে ম্যাচে গোলের আক্ষেপ ছিল বাংলাদেশের এই উইঙ্গারের। তাই পরের ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলবেন বলেছিলেন সানজিদা।

কথা রেখেছেন তিনি। প্রথমবার বিদেশি লিগে খেলতে গিয়ে নিজের প্রথম গোলের স্বাদ পেয়েছেন লাল সবুজের এই তারকা ফুটবলার। ইস্ট বেঙ্গল এফসিকে এনে দিয়েছেন একমাত্র গোল। কিন্তু গোল করেও জাতীয় দল সতীর্থ সাবিনা খাতুনের দল কিকস্টার্ট এফসির বিপক্ষে জিততে পারেনি সানজিদার দল। গতকাল সোমবার কলকাতায় সাবিনার কিক স্টার্ট ৩-১ গোলে সানজিদার ইস্ট বেঙ্গলকে হারিয়েছে। এদিন ম্যাচের প্রথম মিনিটেই গোল করেছে সাবিনার দল।

কর্নার থেকে অরুনা হেড করে লিড এনে দেন। ৩১ মিনিটে কিক স্টার্ট ব্যবধান দ্বিগুণ করে। ০-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে স্বাগতিক ইস্ট বেঙ্গল। ৪৭ মিনিটে ইস্ট বেঙ্গলের প্রথম নারী বিদেশি খেলোয়াড় সানজিদা দুর্দান্ত গোল করেন। প্রায় ৪০ গজ দূর থেকে ফ্রি কিক সরাসরি গোল করে সবাইকে তাক লাগিয়ে দেন সানজিদা। গোলরক্ষক জায়গায় দাঁড়িয়ে লাফিয়েও বল স্পর্শ করতে পারেননি।

সানজিদার গোলের পর ধারাভাষ্যকাররা অনেকক্ষণ তার প্রশংসা করেন। বাংলাদেশের ময়মনসিংহ থেকে তিনি উঠে এসেছেন। কলসিন্দুরের মেয়ে দুর্দান্ত ফুটবল খেলেন সবই উল্লেখ করেছেন তারা। দ্বিতীয়ার্ধের বাকি সময় সানজিদার কথাই ঘুরিয়ে ফিরিয়ে বার বার বলেছেন ধারাভাষ্যকাররা।

কাগজে-কলমে সাবিনার দল কিক স্টার্ট বেশি শক্তিশালী। ৮ মিনিট পর আরেকটি গোল করে ইস্ট বেঙ্গলকে ম্যাচ থেকে আবার ছিটকে দেয় কিক স্টার্ট। ম্যাচের শেষ দিকে বদলি নামেন সাবিনা। বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড অবশ্য গোলের দেখা না পেলেও ম্যাচে বেশ কয়েকটি মুভ করেছেন। গোলের উৎস রচনা করেছেন। রেফারি ম্যাচের শেষ বাশি বাজার সঙ্গে সঙ্গে সাবিনা-সানজিদা দুইজন ততক্ষণাৎ কুশল বিনিময় করেন। বাংলাদেশের ক্রিকেটারদের এমন চিত্র মাঝেমধ্যে দেখা গেলেও নারী ফুটবলে এবারই প্রথম। লিগে এ নিয়ে ছয় ম্যাচ হারল ইস্ট বেঙ্গল। আট ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা ওড়িশা এফসির চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে তারা। ওড়িশা আবার এক ম্যাচ কম খেলেছে ইস্ট বেঙ্গলের চেয়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত