যে কারণে বিপিএল ছাড়ছেন বাবর-রিজওয়ানরা

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

রাজধানী থেকে সিলেট ঘুরে ফের ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকার দ্বিতীয় পর্ব। এবারের আসরে অংশগ্রহণকারী প্রায় প্রতিটি দলেই রয়েছে পাকিস্তানি ক্রিকেটার। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ক্রিকেটার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানও বিপিএলের এবারের আসর মাতাচ্ছেন। কিন্তু হঠাৎ এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ ছাড়ছেন পাকিস্তানিরা। তাদের বিকল্প হিসেবে এর মধ্যেই নতুন বিদেশি ক্রিকেটার আনার আয়োজন সম্পন্ন করেছে দলগুলো। জানা গেছে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ঘণ্টা বেজে যাওয়ায় নিজ দেশে ফিরে যেতে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। ১৭ ফেব্রুয়ারি থেকে পিএসএলের এবারের আসর শুরু হবে। অনেক পাকিস্তানি ক্রিকেটার আরো কিছুদিন বিপিএল খেলার জন্য অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানোর আবেদন করলেও তাতে সাড়া দেয়নি পিসিবি। বর্তমানে দেশের বাইরে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের বেশিরভাগের এনওসি মেয়াদ শেষ হচ্ছে ৭ ফেব্রুয়ারি। ফলে, দ্রুতই বিপিএল ছেড়ে নিজ দেশে ফিরতে হবে তাদের। এবারের বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আলাদা নজর ছিল বাবর আজম ও রিজওয়ানের উপর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রিজওয়ান নিজের নামের প্রতি করতে পারেননি সুবিচার। ৪ ম্যাচে ২১.৩৩ গড় ও ৮৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৬৪ রান। এমন মলিন পারফরম্যান্সে হতাশ রিজওয়ানও। তবে সবসময়ই নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন বলে জানান তিনি। রিজওয়ান বলেন, ‘আমি একজন মানুষ, কোনো মেশিন নই। দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটিই চাই। আমার পারফরম্যান্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার কাছে মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।’