এত বছরের সম্পর্ক একদিনে নষ্ট হয় না

কাজী সালাউদ্দিন প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রায় দেড় মাস আগে হৃদযন্ত্রে অস্ত্রোপচার করিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সেই থেকে বাসাতেই রয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার অসুস্থ সালাউদ্দিনকে দেখতে তার বাসায় যান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান। প্রায় ২০ মিনিট দুজনে কথা বলেন। তাদের আলোচনায় ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি ফুটবলের সংকটের কথাও উঠে এসেছে। গত বছর নারী ফুটবলারদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমার পাঠায়নি বাফুফে। ওই সময়ে বিষয়টা নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান ও কাজী সালাউদ্দিনের কথার লড়াই হয়েছিল। সেই স্নায়ুযুদ্ধ এখন আর নেই। কাল সভা শেষে নাজমুল হাসান বলেন, ‘এত বছরের সম্পর্ক এক দিনে নষ্ট হয় না।’ ফুটবলার সালাউদ্দিনকে যথেষ্ট শ্রদ্ধা করেন নাজমুল হাসান। তার কথা, ‘ছোটবেলা মাঠেই যেতাম উনার খেলা দেখতে। উনার মতো কিংবদন্তি ফুটবলার তো দেশে নেই।’ মন্ত্রী যোগ করেন, ‘অনেক কথায় উনি কষ্ট পেতে পারেন, আমিও পেতে পারি। একটা প্রতিক্রিয়া দিলাম। সেটা ওখানেই শেষ, কিন্ত সম্পর্ক তো শেষ হবে না।’ ফুটবল নিয়ে সালাউদ্দিনের সঙ্গে আলোচনা সম্পর্কে নাজমুল হাসান বলেন, ‘কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। উনি সুস্থ হয়ে একেবারে ফিরলে দেখব, এর মধ্যেও বলেছি কিছু কাগজপত্র পাঠাতে। বিশেষ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেন আর সময় ক্ষেপণ না হয় এবং বিকল্প খেলার জায়গা করা যায় কিনা সেটাও আমার বিবেচনায় রয়েছে। পরশু দিন যাচ্ছি বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে। দেরি যেন না হয়, সেটা দেখবো। আপ্রাণ চেষ্টা করব। যেন সূচি অনুযায়ী দ্রুত কাজ হয়।’ বাফুফের সভাপতি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, ‘তাকে (সালাউদ্দিন) অনেক আগেই দেখতে চেয়েছিলাম। মাঝে এর মধ্যে বাইরে চলে গেলাম। পরশু দিন এসে ওখান থেকে বলল যে কোনো দিন আসতে পারেন। আজ আসছি। আমি তো ডাক্তার না। তবে তাকে দেখে ভালো লাগছে, সুস্থ লাগছে। নিজেই হাঁটাচলা করছেন। এত বড় সার্জারির পর রিহ্যাব করতে হবে। আমার মনে হয় কিছুদিন পর আবার তাকে সব জায়গায় দেখা যাবে।’ মেয়েদের ফুটবলের প্রসঙ্গ উদাহরণ টেনে পাপন বলেছেন, ‘মেয়েরা তো ফুটবলে ভালো খেলছে। আমি যদি বলি ওদেরকে স্পন্সর করার কথা তাহলে কেউ না করবে না। আসলে বেসিক না দিতে পারলে কথা বলে লাভ কী? খেলার টার্ফ কিংবা মাঠের কথা উনারা বলেছেন। আমি বলেছি আপনাদেরটা (প্রস্তাব বা পরিকল্পনা) পাঠান।’ ক্রীড়ামন্ত্রী যোগ করেন, ‘ক্রিকেট ছাড়া ৫৫টি ফেডারেশন আছে। অনেক ফেডারেশন আছে বাংলাদেশে। জিজ্ঞেস করেন, ৯৫ পার্সেন্ট লোক তাদের কথা শোনেনি। ওগুলো নিয়ে যতই যা চেষ্টা করি না কেন আহামরি কিছু করতে পারব না। তাই আমাদের অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। ফুটবল অবশ্যই সবার আগে আসবে। এর চেয়ে জনপ্রিয় খেলা তো আর নেই। ফুটবলে কিছু একটা করা যায় কিনা। আমি বলছি না সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে যা যৌক্তিক, তা করার চেষ্টা করব। আমার ইচ্ছা, যা কমিট করতে পারব তাই করব। কমিট করে যদি করতে না পারি, তা করে লাভ নেই।’ ১ মার্চ শেষ হবে চলতি বিপিএলের আসর। একই দিন বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল। সিরিজের কোনো ম্যাচ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না। তবে টাইগারদের সব ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। গুঞ্জন উঠেছে, সাকিব নাকি ছুটি চেয়েছেন। এ বিষয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান বলেন, ‘আমি এরকম কোনো কথা শুনিনি।’