ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাকভি

ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাকভি

রমিজ রাজা চলে যাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদটি অস্থায়ী হিসেবে ছিল। তবে স্থায়ী একজন খুঁজছিল পিসিবি। তার জের ধরেই হয়ে গেল নির্বাচন তাতে যেখানে সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসিন রাজা নকভি। গত মঙ্গলবার পিসিবির চেয়ারম্যান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নকভি। আগামী ৩ বছরের জন্য পিসিবির সর্বোচ্চ কর্তার পদ সামলাবেন তিনি। পিসিবির ৩৭তম বোর্ড প্রধান হিসেবে নির্বাচিত হলেন ৪৫ বছর বয়সী নকভি। পিসিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মহসিন বলেন, ‘আমি গভীরভাবে সম্মানিত এবং ভালো বোধ করছি যে, আমি সর্বসম্মতভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার প্রতি আস্থা রাখার জন্য আমি কৃতজ্ঞ। আমি দেশের খেলার মান উন্নত করতে এবং পাকিস্তানে ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’ এর আগে পিসিবির চেয়ারম্যানের পদে যতজন এসেছেন তাদের বেশিরভাগেরই ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এবারও সেটাই হলো। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে নকভিরও ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এর আগে নাজাম শেঠি বা জাকা আশরাফদের কেউই পূর্বে থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত ছিলেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত