ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রথম ভারতীয় হিসেবে বুমরাহর ইতিহাস

প্রথম ভারতীয় হিসেবে বুমরাহর ইতিহাস

ভারতের প্রথম পেসার হিসেবে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে ওঠার অনন্য কীর্তি গড়েছেন জাসপ্রিত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ী পারফরম্যান্সের সুবাদে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে চূড়ায় বসেছেন বুমরাহ।

খেলোয়াড়দের সপ্তাহজুড়ে পারফরম্যান্সের ভিত্তিতে গতকাল বুধবার র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। গত সোমবার শেষ হওয়া বিশাখাপাত্নাম টেস্টে ১০৬ রানের অনায়াস জয় পায় ভারত, সেই সঙ্গে সমতা টানে সিরিজে। দলের ওই জয়ে বল হাতে অসাধারণ অবদান রাখেন বুমরাহ। প্রথম ইনিংসে ৪৫ রানে ৬ উইকেট নেন তিনি, ৩৪ টেস্টের ক্যারিয়ারে দশমবারের মতো পান ৫ উইকেট। ম্যাচ সেরা হওয়ার পথে দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৩ উইকেট নেন বুমরাহ। এছাড়া ওই ম্যাচে দেশের দ্রুততম বোলার হিসেবে ১৫০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ডও গড়েন তিনি। এমন উজ্জ্বল পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে সবার ওপরে উঠেছেন বুমরাহ। এই সংস্করণে তার আগের সেরা অবস্থান ছিল তৃতীয় স্থান। টেস্টের র‍্যাংকিংয়ে এর আগে ভারতীয় পেসারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান ছিল কাপিল দেবের। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে পরের বছর ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত