টসের সময় যা ভেবেছিলেন বাংলাদেশ অধিনায়ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দুই দলের ১১ জন খেলোয়াড়ই শট নিয়ে ফেলেছেন। ২২ শটের টাইব্রেকারে গোলের দেখা পেয়েছেন সবাই। শিরোপা নির্ধারণে তখনই রেফারিকে টস করার নির্দেশ দেন ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়া ডিলান। সেই টসে জিতে শিরোপা উল্লাস করে ভারত। কিন্তু বাইলজ অনুযায়ী, জয়ী দল নির্ধারণ না হওয়ার আগপর্যন্ত পেনাল্টি শুটআউট চলমান থাকবে।

বাংলাদেশের প্রতিবাদ জানানোর পর নিজের ভুল বুঝতে পারেন ম্যাচ কমিশনার। তাই নিয়মে ফিরে যাওয়ার জন্য, ভারতীয় দলকে মাঠে ডাকেন তিনি। কিন্তু তার কথায় সাড়া না দিয়ে ড্রেসিংরুমেই থেকে যায় ভারতীয় ফুটবলাররা। অনেক সমঝোতার পর শেষ পর্যন্ত দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। সেই টস যে শিরোপা নির্ধারণের জন্য ছিল, তা জানতেনই না বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করেছিলাম পুনরায় শট হবে এজন্য টস। আমাদের এই ব্যাপারে (শিরোপা নির্ধারণের) কিছুই বলা হয়নি। আমি টসের জন্য গিয়েছিলাম শুধু।’ বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘টুর্নামেন্টের বাইলজে নেই এ রকম টস? ফলে আমরা টস মানব কেন? তাছাড়া আমরা শিরোপা নির্ধারণী টস নিয়ে জানতামও না। আমরা সব দল টুর্নামেন্টের নিয়ম মেনে খেলতে এসেছি। টসের মাধ্যমে শিরোপা জয় কখনোই ছিল না।’