ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরের হয়ে খেলতে ঢাকায় ইমরান তাহির

রংপুরের হয়ে খেলতে ঢাকায় ইমরান তাহির

বিপিএলের মাঝপথে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য চলে গেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আফগানিস্তান-শ্রীলঙ্কার ক্রিকেটারদেরও সিরিজ চলছে। তাদের ঘাটতি পূরণে নতুন নতুন ক্রিকেটার নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

টম মুরস, জিমি নিশামের পর এবার দক্ষিণ আফ্রিকান তারকা লেগ স্পিনার ইমরান তাহিরকে উড়িয়ে এনেছে রংপুর রাইডার্স।

গতকাল শনিবার সকালে বাংলাদেশে এসেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ বড় নাম তাহির। টি-টোয়েন্টিতে রয়েছে সমৃদ্ধ ক্যারিয়ারও। ৩৯১ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ৪৮৭ উইকেট। ওভারপ্রতি ৬.৯৫ গড়ে রান দিয়েছেন ইমরান। বিপিএলে অবশ্য এর আগেও এসেছেন ইমরান তাহির। খেলেছেন দুরন্ত রাজশাহীর হয়ে। এবার তিনি খেলতে আসছেন বিপিএলের একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের হয়ে খেলতে। এবারের আসরে বাবর আজম, নিকোলাস পুরান, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মতো তারকা বিদেশিদের দলে ভিড়িয়েছে রংপুর। তাদের কেউ খেলে গেছেন, কেউ এখনো অপেক্ষায় আসার। এর সঙ্গে আছেন সাকিব আল হাসান, শেখ মাহেদী হাসানের মতো দেশি ক্রিকেটাররাও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত