ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশৃঙ্খলায় ভরা এবারের জাতীয় অ্যাথলেটিকস

বিশৃঙ্খলায় ভরা এবারের জাতীয় অ্যাথলেটিকস

দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় পর ক্রীড়াঙ্গনের তীর্থভূমি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ফিরেছে দেশের অ্যাথলেটিকস। গত শুক্র ও শনিবার ৩৯টি ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। কিন্তু মশাল নিয়ে বিশৃঙ্খলা এবং চার গুনিতক চারশ’ মিটার রিলের ফল স্থগিত করাসহ নানা নাটকীয়তার কারণে বেশ সমালোচিত হয়েছে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এক বছর পর জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিলেন দেশের অ্যাথলেটরা। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতা। আগের দিন থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অভ্যন্তরে জাতীয় মিটের কাজ শুরু করে ফেডারেশন। মাঠের বিভিন্ন দিকে কর্মকর্তাদের ছবি থাকলেও ছিল না কোন তারকা অ্যাথলেটের ছবি। যাকে দেখে অনুপ্রাণিত হতে পারেন নতুনরা। উদ্বোধনী অনুষ্ঠান ছিল প্রায় ২ ঘণ্টাব্যপ্তি। পৌনে ৪টায় ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হওয়ার কথা থাকলেও তা শুরু হয় পৌনে ৫টায়। মশাল নিয়ে নিদারুন ঘটনা ঘটে যায়। জ্বলন্ত মশাল নিয়ে এক সময়কার দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটি ও পোলভল্টার শরিফুল ইসলাম দৌড়াচ্ছিলেন। কিন্তু অতিরিক্ত জ্বালানির কারণে নিম্নমানের মশালের আগুন পড়ে যায় নতুন ট্র্যাকের পাশে ঘাসের ওপর। অল্পের জন্য ট্র্যাকে পড়েনি। এতে আহত হতে পারতেন দুই অ্যাথলেটই। এর আগে এমন ঘটনা কখনোই ঘটেনি। শেষ হয়েও হলো না শেষ জাতীয় অ্যাথলেটিক্স। ৪০টি ইভেন্টের মধ্যে ম্যারাথন পরে হবে সেটা আগেই জানা ছিল। তাই বাকি ৩৯টি ইভেন্টের খেলা দুই দিনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নাটকীয়তার জš§ দেয় ফেডারেশন। গত শনিবার মেয়েদের চার গুনিতক ৪০০ মিটার ইভেন্টটি ছিল প্রতিযোগিতার শেষ খেলা। প্রায় ১০ মিটার পেছনে থেকেও নৌবাহিনীর শিরিন শেষ পর্যন্ত স্বর্ণপদক জিতে নেন। এর ফলে এক মিটে সর্বাধিক চারটি স্বর্ণ (একটি রেকর্ডসহ) জিতেছেন তিনি। কিন্তু রাত ৯টায় জানা যায়, শিরিনের ওই ইভেন্টটি স্থগিত করা হয়েছে। সূত্রে জানা গেছে, শিরিন ফিনিশিং লাইনে পৌঁছানোর আগেই তার সতীর্থরা ট্র্যাকে ঢুকে উল্লাস করতে থাকেন পদক তালিকার শীর্ষে ওঠার আনন্দে। অন্যরা ট্র্যাকে ঢুকে পড়ার কারণে একটি আপত্তির চিঠি পরে ফেডারেশনে। আর তাতেই সভা করে রাতেই ইভেন্টটি স্থগিত করে দেয়া হয়। এ নিয়েও সমালোচনা কম হয়নি। স্থগিত একটি ও বুধবার অনুষ্ঠেয় ম্যারাথন ইভেন্ট বাদ দিলে ৩৮টি ইভেন্টে ১৯টি স্বর্ণ, ১৮টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জসহ ৪৯টি পদক জিতে প্রতিযোগিতায় সেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকল নৌবাহিনী। অন্যদিকে ১৯টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জিতে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে নৌবাহিনী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত