ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুস্থ থাকার জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সুস্থ থাকার জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ

চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিজন-২, ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মশাল জ্বালিয়ে এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

গতকাল রোববার বিকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, আধুনিক হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের পঞ্চমবার নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। তিনি বলেন, সুস্থ থাকার জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অপরিহার্য। প্রধান অতিথি বলেন, জীবনকে সুখী-সমৃদ্ধ করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীর ও মনের উৎকর্ষ সাধন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির সোহেলসহ সদস্যরা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, হাজীগঞ্জ পৌর মেয়র আ. স. ম. মাহবুব-উল আলম লিপন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, অধ্যক্ষ আবু ছাইদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য খালেদুর রব মিঠু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটারিয়ান আহসান হাবিব অরুণ, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষানুরাগী মোঃ মোশাররফ হোসেন, হাবিবুর রহমান লিটন, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ইকবাল মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, ক্রীড়ানুরাগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত