ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চবিতে শেখ হাসিনা হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চবিতে শেখ হাসিনা হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক ক্রীড়া উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক ও চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন। চবি জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুল আলম। উপাচার্য বলেন, জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ হল ক্রীড়া, যা আমাদের চরিত্র গঠন, মানসিক উন্নয়ন এবং সামাজিক মেলবন্ধন দৃঢ় করতে অগ্রণী ভূমিকা রাখে।

চবি জননেত্রী শেখ হাসিনা হলের ক্রীড়াবিদরা জ্ঞান-বিজ্ঞান, ক্রীড়াচর্চাসহ প্রতিটি ক্ষেত্রে উন্নতির মধ্যদিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের প্রতিষ্ঠিত করে এ বিশ্ববিদ্যালয় তথা দেশ-জাতিকে গৌরবান্বিত করবে মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি চবি জননেত্রী শেখ হাসিনা হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন। পরে উপাচার্য অতিথিদের সাথে নিয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উক্ত হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত