ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ব্রাজিলকে কাঁদিয়ে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা

ব্রাজিলকে কাঁদিয়ে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা

প্যারিস অলিম্পিকে যেতে কঠিন সমীকরণের সামনে পড়েছিল আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ ম্যাচে তাদের সামনে জয় বিকল্প ছিল না। কিন্তু প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। অলিম্পিকের আগের দুই আসরে স্বর্ণপদক জিতেছিল তারাই। এবার তাদের সামনে ছিল হ্যাটট্রিক করার সুযোগ। আলবিসেলেস্তেদের সঙ্গে ড্র করলেই মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করত তারা। তবে আর্জেন্টিনার কোচ জাভিয়ের মাসচেরানো বলেছিলেন ব্রাজিলকে হারিয়েই মূল পর্বে যেতে চান তারা। কথা রেখেছেন তিনি। ব্রাজিলকে বিদায় করে প্যারিস অলিম্পিকের টিকিট পেল আর্জেন্টিনা। গত রোববার রাতে ভেনেজুয়েলার কারাকাসে অলিম্পিক ফুটবলের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বাঁচা-মরার লড়াইয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে তারা জিতেছে ১-০ গোলে। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৮তম মিনিটে লক্ষ্যভেদ করে তাদেরকে উল্লাসে মাতান স্ট্রাইকার লুসিয়ানো গোন্দু। ম্যাচে বল দখলের (৬১ শতাংশ সময়) পাশাপাশি শট নেওয়ায় (১৪টি) প্রাধান্য দেখায় আর্জেন্টিনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত