ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ক্রীড়া ফেডারেশনগুলোর বরাদ্দ বাড়ানোর দাবি

ক্রীড়া ফেডারেশনগুলোর বরাদ্দ বাড়ানোর দাবি

ক্রিকেট ও ফুটবল বাদে দেশের অন্য প্রায় অর্ধশত ক্রীড়া ফেডারেশনের সরকারের বার্ষিক বাজেট ৩২ কোটি টাকা। এই অর্থ দিয়ে এতগুলো ফেডারেশনের ক্রীড়া তেমন একটা চলে না। তাই মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রীর কাছে এই বরাদ্দ বাড়ানোর কথা জানান পাঁচ ফেডারেশনের কর্মকর্তারা।

এগুলো হলো- কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, হ্যান্ডবল ও জিমন্যাস্টিক্স। হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল বলেন, ‘বছরে ৩২ কোটি টাকা দিয়ে এতগুলো ফেডারেশনের কার্যক্রমের তেমন কিছুই হয় না। তাই আমরা বরাদ্দ বাড়ানোর কথা বলেছি।’

কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক গাজী মোজাম্মেল হক বলেন, ‘প্রতি বছর ফেডারেশনগুলোতে ক্রীড়াবিদদের নিয়ে নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনেক অর্থের প্রয়োজন।

যদি সরকারের কাছ থেকে থোক বরাদ্দের মাধ্যমে বেশি কিছু অর্থ পাওয়া যায়, তাহলে ক্রীড়াবিদদের উন্নয়নের জন্য তা কাজে লাগানো যায়।’ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিলের কথা, ‘আমরা নিজেদের সরঞ্জামাদি ও অনুশীলনের জায়গার সংকটের কথা বলেছি।’ সব শুনে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, ‘ক্রিকেটের অর্থের কোনো সংকট নেই। এছাড়া বাকিগুলোতে এই সমস্যা রয়েছে। আমি সবার সমস্যা সম্পর্কে ধারণা নিচ্ছি। বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব। দেখা যাক কি হয়।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত