বিসিবিতে নতুন দায়িত্ব পাচ্ছেন নান্নু-বাশার

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রায় ৮ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে নির্বাচক হিসেবে ছিলেন হাবিবুল বাশার সুমন। গত সোমবার বিসিবির বোর্ড সভার পর থেকে তারা দুজনেই এখন সাবেক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদ্য সাবেক নির্বাচক হাবিবুল বাশার বলেছেন, ‘নো কমেন্টস।’ সাবেক হওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনও কম কথায় সেরেছেন নিজের প্রতিক্রিয়া। ‘বোর্ড যা ভালো মনে করেছে, সেটাই করেছে। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’ তবে প্রকাশ্য না হলেও তাদের হতাশা, ক্ষোভ থেকেই গেছে। অবশ্য বিসিবির সঙ্গে তাদের সম্পর্ক শেষ হচ্ছে না। এই দুই সাবেক অধিনায়ককে শিগগিরই অন্য ভূমিকায় দেখা যাবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় নেয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সাকিব আল হাসানের বদলে তিন ফরম্যাটের ক্রিকেটের জন্যই পূর্ণকালীন নতুন অধিনায়ক নিয়োগ দিয়েছে বোর্ড। এছাড়াও আগামী ১ বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় পর জাতীয় দলের নির্বাচক পদে এসেছে পরিবর্তন।