ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দাপুটে জয়ে শেষ আটের পথে এগিয়ে ম্যানসিটি

দাপুটে জয়ে শেষ আটের পথে এগিয়ে ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর ম্যাচে গতকাল কোপেনহেগেনের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। ডেনমার্কের ক্লাবটির বিপক্ষে প্রথম লেগের খেলায় দাপুটে ফুটবল খেলেছে পেপ গার্দিওলার দল। পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণে গেছে সিটি।

শুরুতে কেভিন ডি ব্রুইনার গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচে আরও দুইটি গোল করেন বার্নাদো সিলভা এবং ফিল ফোডেন। শেষ পর্যন্ত বর্তমান চ্যাম্পিয়নরা মাঠ ছেড়েছে ৩-১ গোলের জয় নিয়ে। কোপেনহেগেনের মাঠে ম্যানসিটি কতটা দাপুটে ফুটবল খেলেছে তা জানা যায় কিছু সংখ্যার দিকে তাকালেই। পুরো ম্যাচে ৭৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেছে ডি ব্রুইনা-সিলভারা। একের পর আক্রমণে গিয়ে নিয়েছে ২৭টি শট যার ১৩টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ঘরের মাঠে কোপেনহেগেন সিটির আক্রমণ সামলে খুব বেশি লড়াই করার সুযোগই পায়নি। কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় সিটি। ১০ মিনিটের মাথায়ই দলকে লিড এনে দেন ডি ব্রুইনা। ফোডেনের এগিয়ে দেয়া বলে দারুণ ফিনিশিং টেনে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার। এদিকে লিড পাওয়ার পর ২১ মিনিটের সময় চোটে পড়ে মাঠ ছাড়েন জ্যাক গ্রিলিশ, তাঁর বদলে মাঠে নামেন জেরেমি ডোকো। এদিকে এক গোলের লিড নিয়ে একের পর এক আক্রমণে গেলেও গোলের দেখা পাচ্ছিল না সিটি। উল্টো ৩৪ মিনিটে সিটির জালে এক গোল দিয়ে বসে কোপেনহেগেন। তবে সমতায় ফিরলেও ম্যাচে ফেরার সুযোগ পায়নি স্বাগতিকরা। প্রথমার্ধের শেষদিকে আরও এক গলের দেখা পায় সিটি। এবার দলকে এগিয়ে দেন সিলভা, আর তাকে সহায়তা করেন ডি ব্রুইনা। ২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পরও ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখে সিটি। ফের আক্রমণের ঝড় তুলে গার্দিওলার শিষযরা। তবে কোনোবারই গলের দেখা পায়নি তারা। তবে শেষ পর্যন্ত হতাশও হয়নি ডি ব্রুইনাদের। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দলের জয়ের ব্যবধান বাড়ান ফোডেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়ে শেষ আটের পথ অনেকটাই নিশ্চিত করেছে সিটি। আগামী ৭ মার্চ দুই দল মুখোমুখি হবে ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত