ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আজ পুরস্কার পাচ্ছেন সাগরিকারা

আজ পুরস্কার পাচ্ছেন সাগরিকারা

ফাইনালে মহানাটকীয়তার পর স্বাগতিক বাংলাদেশ ও ভারতকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। নির্ধারিত ৯০ মিনিট শেষে পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে হারাতে পারেনি। ১-১ গোলে সমতায় থাকা ফাইনাল ম্যাচটি টাইব্রেকারে ২২ শট শেষে ১১-১১ গোলে সমতায় ছিল। এরপর ম্যাচ কমিশনারের সিদ্ধান্তে টস করা হলে জিতে যায় ভারত। তারা চ্যাম্পিয়ন হিসেবে উদযাপনও করতে থাকে। তবে বাংলাদেশের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পাল্টেছেন ম্যাচ কমিশনার। তখন ভারতীয় খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে, আর বাংলাদেশ দল তখন মাঠেই বসে থাকে। অচলাবস্থা তৈরি হওয়ার পর দুই দলের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন ম্যাচ কমিশনার। পরিশেষে তিনি দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন। উদ্ভূত পরিস্থিতির কারণে টুর্নামেন্টের পুরস্কার প্রদান অনুষ্ঠানও বিঘ্নিত হয়েছে। সফরকারী ভারত চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পরের দিনই দেশে রওনা হয়েছে। স্বাগতিক বাংলাদেশকে সাফ অনুরূপ ট্রফি প্রদান করা হবে আজ। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে ট্রফি ও মেডেল গ্রহণ করবেন সাগরিকারা। চ্যাম্পিয়ন ট্রফি ও মেডেল ছাড়াও আরো দুটি ব্যক্তিগত পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের ফুটবলার। এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের ফরোয়ার্ড সাগরিকা। তিনি একই সঙ্গে টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাচ্ছেন। সেরা খেলোয়াড়ের পুরস্কার সাগরিকা এককভাবে পেলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারে তার সঙ্গী ভারতের দুই ফুটবলার। তারাও সমান চারটি করে গোল করেছেন। টুর্নামেন্টের ফেয়ার প্লের পুরস্কার পাচ্ছে নেপাল। মার্চে নেপালে রয়েছে সাফের আরেকটি বয়স ভিত্তিক টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের সময় ভারতের অফিসিয়ালদের কাছে সর্বোচ্চ দুই গোলদাতার ট্রফি ও স্বাগতিক নেপালকে ফেয়ার প্লের ট্রফি বুঝিয়ে দেবে বলে জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। নারী ফুটবলে উঠতি তারকা হিসেবে এখনই শোরগোল ফেলেছেন সাগরিকা। সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টেও গোল রয়েছে তার। এবার অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে হয়েছেন সেরা খেলোয়াড়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত