কমনওয়েলথ কারাতের সাফল্য কামনা ক্রীড়ামন্ত্রীর

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ৩২ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ কারাতে প্রতিয়োগিতা। বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার কারাতেকা ৯টি ইভেন্টে খেলবেন। এই টুর্নামেন্টের সাফল্য কামনা করলেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। গতকাল রোববার মন্ত্রণালয়ে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই দেখা করতে গেলে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত সফলভাবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপও বাংলাদেশ অত্যন্ত সফলভাবেই আয়োজন করবে।’ মন্ত্রী যোগ করেন, ‘কারাতে অত্যন্ত জনপ্রিয় একটি গ্লোবাল স্পোর্ট। বাংলাদেশেও দিন দিন খেলাটি জনপ্রিয় হয়ে উঠছে। সরকার কারাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ প্রহণ করেছে।’ সভায় কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান ও সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা উপস্থিত ছিলেন।