ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঊষা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলে : মাহবুব

ঊষা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলে : মাহবুব

বাংলাদেশের হকিতে ঊষা ক্রীড়া চক্র এক বিরাট নাম; হকির ব্র্যান্ড। পূর্বে অনেক তরুণ এই ক্লাবে খেলে তারকাখ্যাতি পেয়েছেন। অনেকে ঊষার জার্সিতে প্রিমিয়ার ডিভিশন হকিতে খেলতে পারাকে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্যও মানেন। তাদেরই একজন জাতীয় দল এবং বাংলাদেশ নৌবাহিনীর পরিচিত মুখ, পরীক্ষিত ফরোয়ার্ড মাহবুব হোসেন। চলতি মৌসুমে ঊষা ক্রীড়া চক্রে নাম লিখিয়েছেন মানিকগঞ্জের এ খেলোয়াড়। ক্লাবটিতে এবারই প্রথম খেলতে যাচ্ছেন এমন নয়। ক্যারিয়ারের শুরুর দিকে একবার ঊষার জার্সিতে খেলার সুযোগ হয়েছিল মাহবুবের। সেটি ২০১৬ সালে। সেবার রানার্স আপ হয়েছিল মাহবুবের প্রিয় ক্লাবটি। এরপর ২০১৮ সালে মেরিনার ইয়াং ক্লাব, ২০২১ সালে অনুষ্ঠিত সবশেষ প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের জার্সিতে খেলেছেন। তবে মর্যাদার প্রিমিয়ার লিগে আজাদ স্পোর্টিং ক্লাব দিয়ে হকি লিগে যাত্রা শুরু তার। তবে পেশাদার হকিতে শুরুটা প্রথম বিভাগে শিশু কিশোর সংঘে খেলার মধ্য দিয়ে। সেটি ২০১৩ সালে। পুরনো ক্লাবে ফিরতে পেরে দারুণ খুশি মাহবুব। আগামী ২২ ফেব্রুয়ারি ক্লাব কাপ হকি টুর্নামেন্ট দিয়ে পর্দা উঠবে নতুন মৌসুমের। মাহবুবের দল ঊষা মাঠে নামবে ২৪ ফেব্রুয়ারি। আসন্ন মৌসুমে নিজের দলের লক্ষ্য সম্পর্কে মাহবুব বলেন, ‘ঊষা সব সময়ই চ্যাম্পিয়নশিপের জন্য মাঠে নামে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দল গড়ে। এবারো তার ব্যতিক্রম হয়নি। অসীম গোপ দাদা, হাসান জুবায়ের নিলয় ভাই, আরশাদ হোসেন, সোহাগ ভাই, রাসেল ভাই, তপুদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তাসিন, তৈয়ব, প্রীতমদের মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে এবার দল গড়েছে ঊষা। এর বাইরে ভালোমানের বিদেশিযুক্ত হলেই ষোলোকলাপূর্ণ। আশাকরি পূর্বে যেমন ক্লাবটি অনেক সাফল্য বয়ে এনেছে, এবারও তাই হবে। সেই লক্ষ্য নিয়েই আশিক স্যারের নেতৃত্বে আমরা অনুশীলন করছি। রফিকুল ইসলাম কামাল ভাই সার্বক্ষণিক আমাদের টেককেয়ার করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত