ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাঁচি টেস্টে বিশ্রামে বুমরাহ

রাঁচি টেস্টে বিশ্রামে বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। হায়দ্রাবাদে প্রথম ম্যাচে হারলেও বিশাখাপট্টনমের পর গতকাল রাজকোটে তৃতীয় টেস্টেও জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। এদিকে ইংলিশদের বিপক্ষে ইতহাস গড়া জয়ের পর একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত। ইংলিশদের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে রাঁচিতে আগামী ২৩ ফেব্রুয়ারি মাঠে নামবে ভারত। তবে এই ম্যাচের একাদশে জস্প্রীত বুমরাহকে খেলানো হবে না বলেই জানিয়েছে ক্রিকেবাজের এক প্রতিবেদন। এখনো পর্যন্ত সাদা পোশাকের এই সিরিজে সবথেকে বেশি উইকেট নিয়েছেন বুমরাহই। তিন ম্যাচে তিনি নিয়েছেন ১৩.৬৪ গড়ে ১৭টি উইকেট। এর আগে রাজকোট টেস্টে তাকে খেলানো হবে না বলেই জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি খেলেছেন তৃতীয় টেস্টে। বড় চোট কাটিয়ে ফেরা বুমরাহর ওয়ার্কলোডের কথা মাথায় রেখেই তাকে বিশ্রাম দিতে চায় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। এই সিরিজে এখনো পর্যন্ত ৮০ ওভারের বেশি বল করেছেন ভারতীয় এই বলার। এর আগে বিশাখানপট্টনমে একই কারণে বিশ্রমা দেয়া হয়েছিল আরেক পেসার মোহাম্মদ সিরিজাকে। এদিকে বুমরাহর বদলে নতুন করে কাউকে দলে দাকা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে রাঁচিতে দলের সঙ্গে যোগ দিবেন মুকেশ কুমার। তৃতীয় টেস্টের একাদশে এই পেসার না থাকায় তাকে রঞ্জি ট্রফিতে অংশ নিতে পাঠিয়েছিল টিম ম্যানেজম্যান্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত