ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুস্থতা কামনায় চেন্নাই সুপার কিংসের বার্তা

হাসপাতাল ছাড়লেন মোস্তাফিজ মাঠে ফিরবেন কবে?

হাসপাতাল ছাড়লেন মোস্তাফিজ মাঠে ফিরবেন কবে?

দিন তিনেক আগে দলীয় অনুশীলনে রক্তাক্ত হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। মাথায় বল লেগে গুরুতর আহত হয়েছিলেন কাটার মাস্টার খ্যাত এই টাইগার পেসার। সামনেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। তাই তাকে নিয়ে খানিকটা আতঙ্ক ছড়িয়েছিল। তবে দুর্ভাবনার সেই কালো মেঘ কেটে গেছে দ্রুতই। অবশ্য চোট পাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যে করা সিটি স্ক্যানের রিপোর্ট ছিল ইতিবাচক। বিপজ্জনক কিছু ধরা না পড়ায় শঙ্কামুক্ত হলে চিকিৎকদের পর্যবেক্ষণে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এ পেসার। ৪৮ ঘণ্টা পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বর্তমানে ঢাকায় টিম হোটেলে রয়েছেন দেশের অন্যতম সেরা এই পেসার। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোস্তাফিজের চোটের সবশেষে পরিস্থিতির কথা জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল, ‘গতকাল (সোমবার) রাতে মোস্তাফিজুর রহমানের দ্বিতীয় সিটি স্ক্যান করানো হয়। এরপর নিউরোসার্জন ও বিসিবির সঙ্গে পরামর্শ করা হয়। বিমান ভ্রমণের ছাড়পত্র পাওয়ার পর তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতাল থেকে ঢাকায় টিম হোটেলে পাঠানো হয়েছে।’ মোস্তাফিজ ঢাকায় চলে এলেও তার দল তখনও চট্টগ্রামেই অবস্থান করছিল। স্বাভাবিকভাবেই রংপুর রাইডার্সের বিপক্ষে সে ম্যাচে ছিলেন না মোস্তাফিজ। এমনকি ঢাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাকে পাওয়াটা অনিশ্চিত দলটির জন্য। তবে ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মোস্তাফিজ খেলতে পারবেন কি-না তা নির্ভর করছে নিউরোসার্জনের পরবর্তী পরীক্ষার উপর। এ প্রসঙ্গে ফিজিও সজল বলেছেন, ‘তার ক্ষত এখন পরিষ্কার এবং সেরে ওঠার পথে। আগামী তিন দিন ড্রেসিং করব আমরা। এরপর আগামী ২৩ ফেব্রুয়ারি নিউরোসার্জনের পরামর্শ নেয়া হবে।’ এর আগে রোববার সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় আহত হন মোস্তাফিজ। তখন পাশাপাশি নেটে ব্যাট করছিলেন লিটন দাস ও ম্যাথিউ ফর্ড। মোস্তাফিজ ও নেট বোলাররা বল করছিলেন তাদের। নিজের বোলিং শেষে ফেরত আসার সময় আরেকজন বোলারের বলে পাশের নেট থেকে ফর্ডের শট এসে লাগে মোস্তাফিজের মাথার বাম পাশে। সে সময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়। প্রাথমিক শুশ্রুষা দেয়ার পর দ্রুত হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। তাতে মোস্তাফিজের মাথায় কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ মেলেনি। তবে সতর্কতা হিসেবে পর্যবেক্ষণে রাখা হয় তাকে। চলমান বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তফিজ। বাঁহাতি এই পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা। এদিকে অনুশীলনে বলের আঘাতে আহত মোস্তাফিজুর রহমানের সুস্থতা কামনায় বার্তা পাঠিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে টাইগার পেসারের উদ্দেশে বার্তা দিয়েছে দলটি। মোস্তাফিজের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ‘স্পিডি রিকভারি ফিজ, দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ এর আগে ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ২ কোটি রুপিতে ২৮ বছর বয়সী পেসারকে কিনে নেয় চেন্নাই। এরপর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সরব ছিল দলটি। সর্বশেষ তার চোট নিয়ে তারা বার্তা পাঠিয়েছে। ফিজকে দলে নেয়ার কারণ নিয়ে এর আগে চেন্নাইয়ের নির্বাহী কেএস বিশ্বনাথন জানিয়েছিলেন, ‘আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে (নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল) নিয়ে আমাদের পরিকল্পনা ছিল। আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত