বিপিএলে তরুণদের কাছে নান্নুর প্রত্যাশা

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আট বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। গেল ১২ ফেব্রুয়ারি বিসিবির বোর্ড সভায় নতুন জাতীয় নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। মার্চের প্রথম দিন থেকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ফলে নির্বাচক হিসেবে নান্নু অধ্যায় শেষ হচ্ছে চলতি মাসেই।

নির্বাচকের পাশাপাশি বদল হয়েছে অধিনায়কও। সাকিব আল হাসানকে সরিয়ে তিন ফরম্যাটের বাংলাদেশের নতুন অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর উত্থানে বড় ভূমিকা আছে নান্নুর। লম্বা সময়ের ব্যর্থতার পরেও শান্তর ওপর ভরসা রেখেছিলেন জাতীয় দলের সাবেক এই তারকা। শান্তও নিজেকে প্রমাণ করেছেন। হয়েছেন তিন ফরম্যাটের অধিনায়ক। নান্নু বিশ্বাস করেন নতুন এই অধিনায়ক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। গত মঙ্গলবার চট্টগ্রামে বিপিএলের ম্যাচ দেখতে এসে গণমাধ্যমের কাছে মিনহাজুল আবেদিন নান্নুু বলেন, ‘সবার সমর্থন দরকার, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। আশা করছি শান্ত দায়িত্বে আছে, নিজের দায়িত্ব পুরোপুরি পালন করবে এবং বাংলাদেশের ক্রিকেটকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।’ তানজিদ তামিমকে বিশ্বকাপ চলে নিয়ে এসেছিলেন নান্নু। বিশ্বকাপে খুব বেশি ভালো না করলেও এই বিপিএলে আছেন ছন্দে। গত মঙ্গলবার পেয়েছেন সেঞ্চুরি। নান্নু বলেন, ‘এখানে অনেকগুলো খেলোয়াড় ভালো খেলেছে। আজকে তো তানজিদ তামিম দারুণ ব্যাটিং করেছে। ধারাবাহিকভাবে একটা জায়গায় পারফর্ম করা খুবই গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতাগুলো যদি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পায় তাহলে কাজে লাগাতে পারবে। অনেকগুলো খেলোয়াড়কে যথেষ্ট ভালো লেগেছে। তরুণ ক্রিকেটাররা বড় একটা প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছে, আরো সুযোগ পাবে এবং নিজেকে মেলে ধরবে। জাতীয় দলে যদি সুযোগ পায় তাহলে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।’

দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে ফেরা সাইফউদ্দিনকে নিয়েও আশাবাদী নান্নু, ‘অনেকদিন কিন্তু ইনজুরির জন্য বাইরে ছিল প্রায় ৮ মাসের মতো। এখন ফিরে এসেছে। দুটো-তিনটে ম্যাচ দেখে একজনের ফিটনেস যাচাই করা যায় না। ওকে একটু সময় দিতে হবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য ক্রাইটেরিয়াটাও ঠিক করবে টিম ম্যানেজমেন্ট। সুতরাং, একটু সময় তো অবশ্যই দিতে হবে। আরও কিছু ম্যাচ দরকার।’

নতুন নির্বাচক কমিটি ঘোষণার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, নান্নু ও বাসারকে ক্রিকেটের সঙ্গেই রাখা হবে। ইতোমধ্যে নারী উইংয়ের প্রধান হিসেবে যোগ দিয়েছেন বাশার। নান্নু কোথায় কাজ করবেন? তিনি বলেন, ‘এই মুহূর্তে কোনো কিছুই ঠিক করিনি। এখন চট্টগ্রামে খেলা দেখতে এসেছি, এখানে আমার পারিবারিক কিছু কাজ আছে। আমাদের পরিবারের গেট টুগেদার আছে। এগুলো সেরে ঢাকা ফিরে আলাপ করে তারপর সিদ্ধান্ত নেব।’

বাশারের নতুন দায়িত্ব প্রসঙ্গে নান্নু বলেন, ‘আমরা একসঙ্গে অনেক বছর কাটিয়েছি। শুভকামনা অবশ্যই থাকবে এবং বোর্ডে যদি থাকি দেখা তো হবেই। আশা করছি সে তার দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবে।