বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ সাকিব-তামিমদের

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ গতকাল ছিল সেই মহান একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি শহীদ দিবস নামেও পরিচিত। মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউররা। বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করা দেশের সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তসহ আরো অনেক ক্রিকেটার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে অভিজ্ঞ ওপেনার তামিম লিখেছেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ ভাষা শহীদদের প্রতি শদ্ধা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। অভিজ্ঞ এই অলরাউন্ডার লিখেছেন, ‘ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।’ আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক তার পোস্টে লিখেছেন, ‘সর্বস্ব দিয়ে অধিকার আদায়ের লড়াইয়ে বাঙালি জাতি পিছপা হয়নি কখনোই। ৫২-র ভাষা আন্দোলনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। মায়ের ভাষার অধিকার রক্ষার জন্য জীবন দিয়েছিল যে সকল ভাষা শহীদরা, তাদের অপরিমেয় ত্যাগই আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ মাহমুদল্লাহ রিয়াদ গভীর শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ করে দেওয়া পোস্টে লিখেছেন, ‘যে ভাষার জন্য এতো রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আজ আমরা বাংলায় নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারি শুধুমাত্র ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে, ভুলবো না আমরা তাদেরকে কখনোই। সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা’ কিছুদিন আগে তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্ত একটি গ্রাফিক্যাল ইমেজ পোস্ট করে লিখেছেন, ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক বাঙালির হৃদয়।’ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস শ্রদ্ধা জানিয়েছেন এভাবে, ‘ভাষার জন্য প্রাণ দিতে যে জাতি জানে, সে জাতি কখনও পরাধীন থাকে না। ভাষা শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার পোস্টে লিখেছেন, ‘১৯৫২ সালে শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষার স্বাধীনতা। তাদের এই হার না মানা সংগ্রাম প্রতিনিয়ত আমাদের দেয় এগিয়ে চলার অনুপ্রেরণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’