ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এখন বিশ্ব ইনডোরের প্রস্তুতিতে ইমরানুর

এখন বিশ্ব ইনডোরের প্রস্তুতিতে ইমরানুর

পদক হারিয়ে খালি হাতেই তেহরান থেকে লন্ডন ফিরে গেছেন ইমরানুর রহমান। আগের আসরে স্বর্ণ জিতলেও তেহরানে চতুর্থ হয়েছেন বাংলাদেশের প্রবাসী এই অ্যাথলেট। এশিয়ান ইনডোরে স্বর্ণ খোঁয়ালেও এখন নতুন করে প্রস্তুতি নিচ্ছেন ইমরান। ১-৩ মার্চ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ওই আসরে খেলার জন্য নিজের কোচের কাছে প্রস্তুতি নেবেন তিনি। ২০২২ সালে সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপেও খেলেছিলেন ইমরানুর। কিন্তু ওই আসরে চমক দিয়ে শুরু করলেও লজ্জায় শেষ হয়েছিল ইমরানুরের দৌঁড়। ৬০ মিটার স্প্রিন্টের পঞ্চম হিটে অংশ নিয়েছিলেন ইমরান। যেখানে ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন তিনি এবং পেয়ে যান সেমিফাইনালের টিকিট। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেমিফাইনালে লন্ডন প্রবাসী বাংলাদেশি এই অ্যাতলেট দৌঁড় শুরু করতে পারেননি। স্টার্টার সংকেত বেজে ওঠার সঙ্গে সঙ্গে অন্য প্রতিদ্বন্দ্বিরা যখন দৌড় দেন, তখন বাংলাদেশের ইমরানুর রহমান ঠায় দাঁড়িয়ে থাকেন। ফলে দৌড় শুরু না করেই বিদায় ঘটে তার। দেখা যাক এবারের আসরে কতটা সফল হন দেশের দ্রুততম এই মানব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত