ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাঁচ দিন পর দ্বিতীয় সন্তানের খবর দিলেন কোহলি

পাঁচ দিন পর দ্বিতীয় সন্তানের খবর দিলেন কোহলি

বেশ কিছুদিন ধরেই কোহলি-অনুশকা দম্প্রতির দ্বিতীয় সন্তানের আগমনের খবর নিয়ে গুঞ্জন চলছিল। সেটি হালে পানি পেয়েছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলি না খেলায়। জল্পনা আরো উসকে দিয়েছিলেন বিরাটের প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার বলেছিলেন, আমি বিরাটের সঙ্গে কথা বলে জানতে পারি, অনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। এবার সত্যি দ্বিতীয় সন্তানের আগমনের খবর জানালেন বিরাট কোহলি। তবে সেটি সন্তান জন্মের পাঁচদিন পর। গেল ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন বিরাট কোহলি। লন্ডনে পুত্রসন্তানের জন্ম দেন আনুশকা শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করেছেন দুজনেই। ছেলের নাম রেখেছেন ‘আকায়।’ যার অর্থ পূর্ণিমা। এই ধরনের নাম সাধারণত মেয়েদের হয়। কিন্তু কোহলি কেন তার ছেলের এমন নাম রাখলেন? জানা গেছে প্রথম সন্তানের নামটি বিরাটের সঙ্গে মিলিয়ে ‘ভামিকা’ রাখা হয়েছিল। এবার অবশ্য ছেলের নাম আনুশকার সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে ‘অকায়।’ যার অর্থ পূর্ণিমা। অর্থাৎ, অমাবশ্যার অন্ধকার দূর করেই আসে পূর্ণিমা। অকায় নামের মাধ্যমে সেই অন্ধকার দূর করা ‘আলোকেই’ বোঝানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কোহলি-আনুশকা লিখেন, ‘অত্যন্ত আনন্দ এবং ভালবাসায় পূর্ণ আমাদের হৃদয়। আমরা সবাইকে জানাতে পেরে আনন্দিত যে, ১৫ ফেব্রুয়ারি আমরা শিশুপুত্র আকায় এবং ভামিকার (কোহলি-আনুশকার প্রথম সন্তান) ছোট ভাইকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি।’ এর আগে কোহলির দ্বিতীয়বারের মতো বাবা হওয়ার সংবাদ দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক সতীর্থ ও অন্যতম বন্ধু এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক তার ইউটিউব চ্যানেলে বলেছিলেন, আমি বিরাটের সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি, অনুশকা দ্বিতীয়বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের কর্তব্য। ক্রিকেটার হলেও পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই সেটাই করে। বিরাটও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনো মানে নেই। এর আগে কন্যাসন্তান ভামিকার জন্মের সময়ও ক্রিকেট থেকে বিশ্রামে যান বিরাট। ওই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল। বিরাট প্রথম টেস্ট খেলে ভারতে ফিরে আসেন। অ্যাডিলেডে মাত্র ৩৬ রানে অল আউট হয়ে ম্যাচ হারে ভারত। তার পরই তৎকালীন অধিনায়ক বিরাট দেশে ফিরে আসায় অনেকেই কটাক্ষ করেন। ভারত যদিও সেই সিরিজ জিতেছিল। আজিঙ্কা রাহানের নেতৃত্বে ইতিহাস গড়েছিল দল। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছিল বোর্ড। সেই তালিকায় বিরাট ছিলেন। কিন্তু পরে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নেন। সেখানে রজত পাতিদারকে দলে নেয় ভারত। ইংল্যান্ডের বিপক্ষে শেষ তিন টেস্টের দলও ঘোষণা করা হয় কোহলিকে ছাড়াই। প্রথম তিন ম্যাচের দুটি জিতে পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। ২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতের দুই আঙিনার দুই তারকা কোহলি ও আনুশকা। তাদের প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসে ২০২১ সালের ১১ জানুয়ারি। মেয়ের নাম রাখা হয় ভামিকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত