ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গেইলকে ছাড়িয়ে নতুন মাইলফলকে বাবর

গেইলকে ছাড়িয়ে নতুন মাইলফলকে বাবর

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাবর আজম। এ নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। ছাড়তে হয়েছে অধিনায়কত্বও। সমালোচনাকে তুড়ি মেরে এবার বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বাবর আজম। এজন্য তার অপেক্ষা ছিল ৬ রানের। মির হামজাকে চোখধাঁধানো কাভার ড্রাইভে চার মারার পরের বলে দুই রান নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে গেলেন বাবর আজম। একই সঙ্গে তার নাম উঠে গেল রেকর্ড বইয়ে। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান। তিনি ভেঙে দিলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের রেকর্ড। গতকাল বুধবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংসের পথে এই অর্জন ধরা দেয় বাবরের। পেশাওয়ার জালমি অধিনায়কের আসরে টানা দ্বিতীয় ফিফটির ইনিংসটি গড়া ৭ চার ও ১ ছক্কায়। বিশ ওভারের ক্রিকেটে বাবরের ১০ হাজার রান হয়ে গেল ২৭১ ইনিংসে। আগের রেকর্ডধারী গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস। তিনশর কম ইনিংসে এই মাইলফলক ছুঁতে পেরেছেন আর কেবল ভিরাট কোহলি। ভারতীয় তারকার লেগেছিল ২৯৯ ইনিংস। বিশ্বের ১৩তম ও পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের ঠিকানায় পা রাখলেন বাবর। ৪৫৫ ইনিংসে ১৪ হাজার ৫৬২ রান করে সবার ওপরে আছেন গেইল। বুধবার পেশাওয়ারের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে ৪৯৪ ইনিংসে ১৩ হাজার ১৫৯ রান নিয়ে দুইয়ে পাকিস্তানের শোয়েব মালিক। ৯ হাজার ৯৯৪ রান নিয়ে এই ম্যাচ খেলতে নামেন বাবর। ইনিংস শুরু করে অষ্টাদশ ওভারে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি দলের স্কোর ১৪৭ রেখে। পেশাওয়ার এল বল বাকি থাকতে অল আউট হয় ১৫৪ রানে। বাবর ছাড়া দুই অঙ্কে যেতে পারেন আর কেবল দুজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত