পিএসএলে ফিক্সিং, সন্দেহের তালিকায় বাংলাদেশি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

ক্রিকেটে ফিক্সিং নতুন কোনো ঘটনা নয়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ফিক্সিংয়ের সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি। পাকিস্তানের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার থেমে গেছে ফিক্সিংয়ের থাবায়। যে কারণে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে সর্তক অবস্থানে রয়েছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। নজরদারি করছে আইসিসির এন্টি করাপশন ইউনিট-আকসুও। এমন কঠোর অবস্থানের পিএসএলে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে চারজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে; যাদের মধ্যে ১ বাংলাদেশিও রয়েছে। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে চারজন সন্দেহভাজন ব্যক্তি চিহ্নিত করেছে পিসিবি। যাদের একজন পাকিস্তানেরই আঞ্চলিক ক্রিকেট কোচ, দুইজন ভারতীয় ও একজন বাংলাদেশি। প্রতিবেদনে লেখা হয়েছে, খেলোয়াড়দেরকে ওই চার ব্যক্তির ছবি দেখানো হয়েছে। এবং কঠোরভাবে এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ না করার নির্দেশনা দেয়া হয়েছে। এই ব্যক্তিরা খেলোয়াড়দের কোনো অ্যাপ্রোচ করলে দ্রুত যেন দুর্নীতি দমন কর্মকর্তাকে জানানো হয়, সেই নির্দেশনাও দেয়া হয়েছে খেলোয়াড়দের। সন্দেহভাজনদের কাছ থেকে ক্রিকেটারদের দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দলের হোটেলগুলো পিসিবি পুরোপুরি বুকড করেনি। খেলোয়াড় ছাড়াও তাই অন্য অতিথিরা আছেন। কাজেই সতর্ক হয়ে চলতে বলা হয়েছে খেলোয়াড়দের। ছয় দলের অংশগ্রহণে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ মার্চ।