ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহে আবাহনী-মোহামেডান ডার্বি আজ

ময়মনসিংহে আবাহনী-মোহামেডান ডার্বি আজ

ঘরোয়া ফুটবলের চলমান মৌসুমে ফেডারেশন কাপে একবার দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। মর্যাদার ওই লড়াইয়ে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। মৌসুমে দ্বিতীয়বার দেশের দুই ঐতিহ্যবাহী দলের দেখা হচ্ছে আজ। প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দুই দল একে অন্যের প্রতিপক্ষ হিসেবে লড়বে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। আগের ম্যাচে হারায় এবার সাদা কালোদের বিপক্ষে প্রতিশোধের ম্যাচ আকাশী হলুদ শিবিরের। বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। একই দিনে আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে একই সময়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে রহমতগঞ্জ এবং বিকাল সোয়া ৫টায় কিংস অ্যারেনায় স্বাগতিকদের বিপক্ষে খেলবে শেখ রাসেল ক্রীড়াচক্র। মৌসুমের দ্বিতীয় ডার্বির আগে বেশ আত্মবিশ্বাসী মোহামেডান। আলফাজ আহমেদের হাত ধরে বদলে যাওয়া মোহামেডান এবার আছে দারুণ ছন্দে। বিশেষ করে প্রিমিয়ার লিগে কিংসকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা। এমনকি কিংসকে তাদেরই মাঠে হারিয়ে দিয়েছিল। যদিও পরের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করে পয়েন্ট টেবিলে কিংসের চেয়ে পিছিয়ে পড়ে মতিঝিল পাড়ার ক্লাবটি। লিগে আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্কার ব্রুজেনের দল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহামেডান। আজ আবাহনীকে হারিয়ে দ্বিতীয় স্থানটি আরএ সুসংহত করতে চায় তারা। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবারই ময়মনসিংহ পৌছে অনুশীলন করেছে মোহামেডান। দলটির কোচ আলফাজ আহমেদ এই ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী, ‘আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে ভিন্ন রকম অনুভূতি হয়। যেহেতু ফেডারেশন কাপে তাদের হারিয়েছিলাম, তাই লিগেও জয়ের আশা করছি।’ অন্যদিকে গত মৌসুমে ট্রফিহীন থাকা আবাহনী এবারও ধুকছে। স্বাধীনতা কাপে ব্যর্থ হওয়া আকাশী হলুদ জার্সিধারীরা প্রিমিয়ার লিগেও ভালো অবস্থায় নেই। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্রয়ের কারণে কিছুটা ব্যাকফুটে তারা। ১৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের তিন নম্বরে। মোহামেডানকে হারাতে পারলে টেবিলের দুই নম্বরে ওঠবে আবাহনী। তাই আজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না দলটির ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেন, ‘পেছনে যা হয়েছে তা নিয়ে আমরা পড়ে থাকতে চাই না। মোহামেডানের বিপক্ষে সর্বশেষ লড়াইয়ে কিছু ছোট ছোট মিসটেকের কারণে হেরেছি। ফুটবলারদের সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে। এবার আর ভুল করতে চাই না। জয় ছাড়া অন্য কিছু চিন্তা করার সুযোগ নেই। ৩ পয়েন্ট নিয়ে ফিরতে চাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত