নেইমারের টাকায় আলভেজের সাজা কমেছে!

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

স্পেনের নৈশ ক্লাবে এক তরুণীকে জোর করে ধর্ষণের অপরাধে ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার দানি আলভেজকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে বার্সেলোনার আদালত। পাশাপাশি নির্যাতিতা তরুণীকে ক্ষতিপূরণ হিসাবে দেড় লক্ষ ইউরো দেয়ারও নির্দেশ দিয়েছে তিন বিচারকের ডিভিশন বেঞ্চ। তবে এই সাজা আরও বাড়তে পারত সাবেক এই বার্সেলোনা তারকার। এর আগে স্পেনের রাষ্ট্রীয় প্রসিকিউটররা ৯ বছর আর ভুক্তভোগীর আইনজীবীরা আলভেজকে ১২ বছরের দণ্ড দেয়ার আবেদন জানিয়েছিল। তবে রায়ে সেই শাস্তি তুলনামূলক কমিয়ে দিয়েছেন কাতালোনিয়ার আদালত। যার পেছনে ভূমিকা রেখেছে ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়রের দেয়া ক্ষতিপূরণের অর্থ। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো এই তথ্য জানিয়েছে। নেইমারের পরিবার গত বছরের ৯ আগস্ট আলভেজের ক্ষতিপূরণের টাকা আদালতে জমা দিয়েছিল। কারণ সম্পত্তি বাজেয়াপ্ত থাকায় আদালতের নির্দেশমতো অভিযোগকারী তরুণীকে ক্ষতিপূরণের টাকাও দিতে পারছিলেন না আলভেজ। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, ক্ষতিপূরণ দিতে না পারলে কড়া সাজা হবে আলভেজের। এমন অবস্থায় নেইমারের পাঠানো টাকা তার জন্য কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। দোষী প্রমাণিত হলে আলভেজের চার থেকে ১৫ বছরের জেল হতে পারে বলে তখন খবর বেরিয়েছিল। নেইমার ছাড়া অন্য কেউ এগিয়ে না আসায় কিছুটা শঙ্কায় ছিলেন এই তারকা ডিফেন্ডার। যা নিয়ে রায় ঘোষণার পর আলভেজের অন্য বন্ধু কিংবা স্বজনদের ওপর ক্ষোভ জানিয়েছেন নেইমারের বাবা নেইমার দ্য সান্তোস সিনিয়র। ও গ্লোবোর প্রতিবেদন বলছে, নেইমারের বাবা আলভেজের ক্ষতিপূরণ দেওয়ার পরই তার প্রতি আস্থা রয়েছে বলে জানান।

একইসঙ্গে তার অন্য স্বজনরা তার পাশে না দাঁড়ানোয় ক্ষোভও প্রকাশ করেন নেইমার সিনিয়র, ‘তার (আলভেজ) পরিবার আমাদের কাছে সাহায্য চেয়েছিল।