বান্দরবান-দিনাজপুরে খুদেদের টেনিস

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্মীপুর, মাগুরা, সিলেট ও নাটোরের পর এবার টেনিস প্রশিক্ষণ নিচ্ছে বান্দরবান ও রাজশাহীর খুদে ছাত্রছাত্রীরা। গতকাল শুক্রবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বান্দরবন ও দিনাজপুরে চারটি স্কুলের ছাত্র-ছাত্রীদের দীর্ঘমেয়াদি টেনিস প্রশিক্ষণ উৎসব শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত খেলোয়াড়দের নিবন্ধনের আওতায় এনে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার। বান্দরবন জেলায় টেনিস উৎসবের উদ্বোধন করেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আ ম আখতারুজ্জামান। এ সময় বান্দরবান বৌদ্ধ অনাথ আশ্রম টেনিস কোর্টের প্রতিষ্ঠাতা ডক্টর ঊষা মং থোয়াই ও অনাথ আশ্রমের সাধারণ সম্পাদক তিক্ষিন্দ্রিয়া থের। অন্যদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলায় উৎসবের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা।