ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বর্ণ ফেরানোর প্রত্যয় উশুর নতুন কমিটির

স্বর্ণ ফেরানোর প্রত্যয় উশুর নতুন কমিটির

‘২০১০ সালে সবশেষ স্বর্ণ জিতেছিল বাংলাদেশের উশু। এরপর দুটি সাউথ এশিয়ান (এসএ) গেমস হলেও সোনার মুখ দেখেনি উশুকারা। আমাদের নতুন কমিটির লক্ষ্য এসএ গেমসের স্বর্ণপদক পুনরুদ্ধার করা’,- গতকাল শনিবার ধানমন্ডির প্যান প্যাসিফিক লাউঞ্জে উশুর নতুন কমিটির পরিচিতি সভায় কথাগুলো বলেন প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক দুলাল হোসেন। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির এই সদস্য যোগ করেন, ‘আমাদের লক্ষ্য আন্তর্জাতিক আসরগুলোতে আরও বেশি অংশ নেয়া এবং পদক জিতে দেশের জন্য গৌরব বয়ে আনা।’ এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পলটু ও ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। গত বছরের নভেম্বরে প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হয় উশু ফেডারেশনে। কমিটির পাঁচ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, দুই যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং ১৭ সদস্যসহ ২৬ জনের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত