ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মোহামেডানে তিন বিদেশি

মোহামেডানে তিন বিদেশি

প্রিমিয়ার হকির শিরোপা পুনরুদ্ধার করতে ওশেনিয়া ও ইউরোপ থেকে তিনজন খেলোয়াড় এনেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গত রোববার রাতে ঢাকায় আসা তিন বিদেশি হলেন- নিউজিল্যান্ড জাতীয় দলের খেলোয়াড় চার্ল উলরিচ, অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রিচমন্ড কন্নর, ডাচ স্ট্রাইকার মেন্নেস স্টিজিন।

ঢাকায় এসেই তারা গতকাল সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। মোহামেডান হকি কমিটির সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘শিরোপা পুনরুদ্ধারের জন্য আমরা দুই মহাদেশ থেকে তিনজন খেলোয়াড় এনেছি। আশাকরি তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন।’

আজ ক্লাব কাপের গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে মেরিনার্স ও মোহামেডান এবং উষা ও আবাহনী। জানা গেছে, ক্লাব কাপে এই তিনজনকে পরখ করে দেখতে পারে সাদা কালো শিবির। হকি লিগে ছয়জন বিদেশি রেজিস্ট্রেশন ও চারজন খেলতে পারবে।

হকির নতুন মৌসুমে প্রথম বিদেশি খেলোয়াড় এনেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার ইয়াংস। ভারতীয় প্রদীপ মোর এরইমধ্যে খেলেছেন। আবাহনী ও উষা খেলোয়াড় আনার প্রক্রিয়ায় রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত