ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফাজ্জা প্যারা আর্চারিতে যাচ্ছেন পাঁচ আর্চার

ফাজ্জা প্যারা আর্চারিতে যাচ্ছেন পাঁচ আর্চার

গাছ থেকে পড়ে অকেজো হয়ে যায় ঝুমা আক্তারের পা। সেই থেকে হুইল চেয়ারই তার ভরসা। তবে ভরসার স্থানটি এখন দখলে নিয়েছে আর্চারি। এক সময় বাস্কেটবল খেললেও ঝুমার চোখে মুখে এখন আর্চারিতে প্যারা অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন। কেবল ঝুমাই নন, রুপালী আক্তার, খোরশেদ আলম ও আল আমিনও প্যারিস প্যারা অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে আগামী বৃহস্পতিবার রওয়ানা হচ্ছেন দুবাই। সেখানে তারা অংশ নেবেন ওই দিন শুরু হওয়া ফাজ্জা আন্তর্জাতিক প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে। এই টুর্ণামেন্টে একই সঙ্গে র‍্যাংকিং এবং প্যারা অলিম্পিকের কোটা পূরণেরও। গত বছর প্যারা আর্চারির কার্যক্রম শুরুর পর থেকে ছয়জন আর্চার রয়েছেন ক্যাম্পে। যার মধ্যে সেরা কম্পাউন্ড আর্চারে পরিণত হয়েছেন ঝুমা। আরচারিতে মূল ইভেন্ট সাধারণত রিকার্ভ। তবে কম্পাউন্ডে আসার কারণ সম্পর্কে গতকাল সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঝুমা বলেন, ‘আমার কোচ নিশীথ দাশ আমাকে ইভেন্ট বাছাই করে দিয়েছেন। বিকেএসপিতে তার অধীনে ভালোই অনুশীলন করেছি।’ অন্যদিকে ভারতীয় কোচ নিশীথ দাশ প্রিয় শিষ্য ঝুমা আক্তার নিয়ে আশা ব্যক্ত করে বলেন, ‘কম্পাউন্ডে তিনজন প্যারা অলিম্পিকে খেলতে পারবে। ঝুমার যে স্কোর সেটা আশা করছি আমরা প্যারা অলিম্পিকে খেলার মতো।’ সম্প্রতি ফেডারেশন আয়োজন করেছিল উন্মুক্ত আর্চারি প্রতিযোগিতায়। সেখানে স্বাভাবিক আর্চারদের সঙ্গে অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ঝুমা। তার কথায়, ‘৩৪২ প্লাস স্কোর করে আমি ব্রোঞ্জ জিতেছিলাম। আরেকটু ভালো করতে পারলে প্যারা অলিম্পিক গেমসে পদকের স্বপ্ন দেখতে পারি।’ সংবাদ সম্মেলনে প্যারা আর্চারি অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ও সাধারণ সম্পাদক ফয়সাল আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত