আজ নেপাল যাচ্ছে অনূর্ধ্ব-১৬ মেয়েরা

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার এক মাসের ব্যবধানে আরো একটি বয়সভিত্তিক সাফে অংশ নিতে নেপাল যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েরা। ১ মার্চ কাঠমান্ডুর ললিতপুরে চিসাল স্টেডিয়ামে শুরু হবে চার দেশের এই ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক দল নেপাল ছাড়াও অংশ নেবে ভুটান, ভারত ও বাংলাদেশ। এই প্রতিযোগিতায় শিরোপা জেতাই লক্ষ্য অধিনায়ক অর্পিতা বিশ্বাস বাহিনীর। আত্মবিশ্বাসী কোচ সাইফুল বারীও। ঢাকা ছাড়ার আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই দলটা নিয়ে আমাদের চ্যালেঞ্জ ছিল। কেন না আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদি অনুশীলন করা খেলোয়াড় ছিল মাত্র সাতজন। দলে বিকেএসপির ছয়জন খেলোয়াড় রয়েছে। বাকিরা সবাই বিভিন্ন একাডেমি বা জেলা থেকে সুযোগ পেয়েছে। তাদেরকে একসঙ্গে নিয়ে একটি ক্যামেস্ট্রি তৈরি করার সময় কম পেয়েছি। তবে নেপাল যাওয়ার আগে মেয়েরা নিজেদের মধ্যে কয়েকটি ম্যাচ খেলেছে।’ উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে লড়বে ভারত। ম্যাচটি বাংলাদেশের জন্য পরখ করার সুযোগ রয়েছে। তাছাড়া অ-১৬ অচেনা নেপালকে প্রথম ম্যাচে মোকাবিলার আগে চ্যালেঞ্জও অপেক্ষা করছে লাল-সবুজের মেয়েদের। এ বিষয়ে কোচের কথা, ‘কারা শক্তিশালী, কারা দুর্বল এটা ম্যাচ দেখেই বোঝা যায়। এখানে ওই চ্যালেঞ্জটা থাকবে। ভারত ও ভুটানের মধ্যকার ম্যাচ আমরা দেখতে পারব, যা পরের ম্যাচে আমাদের জন্য কাজে দেবে। তবে একটা পরিষ্কার বার্তা আমি দলের কাছে দিয়েছি যে, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা মাঠে কীভাবে খেলি তাতে মনোযোগ ধরে রাখা।’ ২ মার্চ নেপাল, ৫ মার্চ ভারত ও ৮ মার্চ ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ মার্চ টুর্নামেন্টের ফাইনাল। লিগ পদ্ধতির টুর্নামেন্টে সর্র্বাধিক পয়েন্ট পাওয়া দুই দল খেলবে ফাইনালে।