ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পেশাদার বক্সারদের আর্থিক নিরাপত্তা দেবে বিপিবিএস

পেশাদার বক্সারদের আর্থিক নিরাপত্তা দেবে বিপিবিএস

দেশের ক্রীড়াঙ্গণে নতুন সেনসেশন পেশাদার বক্সিং সম্পর্কে জানতে ও জনপ্রিয় করে তুলতে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস)। গতকাল মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটোরিয়ামে বাংলাদশে ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে পেশাদার বক্সিংয়ের নানা দিক তুলে ধরেন বিপিবিএসের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। এ সময় বিএসপিএর সভাপতি রেজওয়ান উজ জামান রাজীব ও সাধারণ সম্পাদক সামন হোসেন উপস্থিত ছিলেন। বিপিবিএস প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশে এখন প্রায় ছয় শতাধিক প্রফেশনাল বক্সার আছেন। যাদের উপযুক্ত পরিচর্চা করলে বিশ্বআসরে তারা নিজেদের পাশপাশি দেশের জন্যও প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। গত কয়েক বছরে দেশের বক্সাররা বেশ কয়েকটি বিদেশি প্রফেশনাল আসরে অংশ নিয়ে আয়ের সুয়োগ পেয়েছেন। এ বছরের শেষভাগে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে দেশে আনার উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত