ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেপাল পৌঁছেই মাঠে মেয়েরা

নেপাল পৌঁছেই মাঠে মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে বুধবার কাঠমান্ডুতে পৌঁছেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। দলের সবাই সুস্থ আছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রস্তুতির ঘাটতি রয়েছে, তাই কাঠমান্ডু পৌছেই বিকালে অনুশীলনে নেমে পড়ে বাংলাদেশ। বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের আগের পাঁচটি আসরের মধ্যে চারটি হয়েছিল অনূর্ধ্ব-১৫ বছর বয়সীদের নিয়ে; একটি অনূর্ধ্ব-১৭ বয়সিদের নিয়ে। নেপালের কাঠমা-ুতে এবার হবে অনূর্ধ্ব-১৬ বয়স ক্যাটাগরিতে। ১ মার্চ থেকে আসরটি শুরু হয়ে শেষ হবে ১০ মার্চ। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান-এই চার দল রাউন্ড রবিন লিগে খেলার পর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে। ২ মার্চ বাংলাদেশ প্রথম ম্যাচে খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে। পরের ম্যাচ ৫ মার্চ, যেখানে প্রতিপক্ষ ভারত। ৮ মার্চ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত