ওয়ালটনের পৃষ্ঠপোষকতায়

লাখ টাকা প্রাইজমানির মিডিয়া কাপ ব্যাডমিন্টন

প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বছর ঘুরে আবারো হাজির মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন পোর্টালসহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে টানা অষ্টমবারের মতো শুরু হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে ৬ মার্চ শুরু হয়ে ৯ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি। পল্টনেল শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোরে হবে চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা। গতকাল বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ এসব তথ্য জানান কুইন অফ হার্টসের ম্যানেজিং ডিরেক্টর বোরহান আজাদ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ। এবারের প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ছাড়াও স্পেশাল দুটি ক্যাটাগোরি থাকবে। যেখানে অভিনেতা ও অভিনেত্রীরা অংশ নিবেন পুরুষ একক ও নারী এককে। মোট সাতটি ক্যাটাগরিতে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নেবেন। প্রতিযোগিতার প্রাইজমানি থাকছে ১ লাখ টাকা। এছাড়া ওয়ালটনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই। সর্বমোট ২০ জনকে ১ লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে। তার মধ্যে প্রতিটি ক্যাটাগোরির চ্যাম্পিয়নরা পাবেন ৮ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের প্রেসার কুকার। আর রানার্স-আপরা পাবেন ৪ হাজার টাকা প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের রুটি মেকার। সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম মিলটন বলেন, ‘সংবাদকর্মীদের গতানুগতিক কাজের মধ্যে এই টুর্নামেন্টটা দারুণ একটা বিষয়। নিরেট বিনোদন পাওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। শুধু বিনোদনই নয়, এই ধরনের টুর্নামেন্টের অংশ নেওয়ার মাধ্যমে সংবাদমাধ্যম কর্মীদের কর্মস্পৃহাও বৃদ্ধি পাবে অনেকখানি। পাশাপাশি একে অপরের প্রতি আন্তরিকতা ও সৌহার্দ বাড়াবেও। আমাদের মধ্যে যে আত্মিক সম্পর্ক রয়েছে সেটা আরো দৃঢ় হোক। আশা করব অন্যান্যবারের চেয়ে এবার আরো জমজমাট ও সফল একটি টুর্নামেন্ট হবে। আমি এই টুর্নামেন্টের সর্বাঙ্গিন সাফল্য কামনা করছি।’ ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে বোরহান আজাদ বলেন, ‘ওয়ালটন আমাদের আগের আসরগুলোতেও ছিল। এবারও তারা আমাদের সঙ্গে আছে। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আসলে ওয়ালটনের সঙ্গে কাজ করতে করতে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়েছে। ব্যাডমিন্টন আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি খেলা। কিন্তু এটার পৃষ্ঠপোষকতায় খুব বেশি প্রতিষ্ঠান এগিয়ে আসে না। ওয়ালটন বরাবরই আমাদের সঙ্গে থাকছে। তারা শুধু ব্যাডমিন্টনই না, সব ধরণের খেলাধুলারই পাশে দাঁড়াচ্ছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি।’