ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

‘হাল্যান্ড একজন মেশিন’

‘হাল্যান্ড একজন মেশিন’

মাঝে সময়টা ভালো যাচ্ছিল না আর্লিং হালান্ডের। চোটও ভোগাচ্ছিল বেশ। তবে সে সময়কে পেছনে ফেলে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছেন এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার রাতে এফএ কাপে লুটন টাউনকে ৬-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হাল্যান্ড ৫ গোল করে একাই লুটনকে গুঁড়িয়ে দিয়েছেন। ম্যাচের ৭৭তম মিনিটে তাকে তুলে না নিলে হয়তো ডাবল হ্যাটট্রিকের দেখা পেয়েও যেতে পারতেন এই তারকা। এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলটি করেন হলান্ড। হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন ৪০ মিনিটের মধ্যে। প্রথমার্ধের শেষ দিকে একটি গোল পরিশোধ করে দেন লুটন টাউনের জর্ডান ক্লার্ক। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্লার্ক আরো একটি গোল করে জমিয়ে তোলেন ম্যাচ। তবে ৫৫ ও ৫৮ মিনিটে হলান্ডের দুই গোলে উত্তেজনার সমাপ্তি। ৭২তম মিনিটে গোল করেন ম্যানসিটির মাতেও কোভাচিচ। স্কোরশিটে নাম না থাকলেও ম্যাচের নায়কদের একজন ছিলেন কেভিন ডি ব্রুইনে। হাল্যান্ডের প্রথম ৪টি গোলেই সহায়তা করেন সিটির মাঝমাঠের এই প্রাণভ্রোমরা। সাম্প্রতিক সময়ে একটু অচেনা চেহারাতেই ছিলেন হাল্যান্ড। সবশেষ ১১ ম্যাচ মিলিয়ে তার গোল ছিল ৫টি। পায়ের চোট কাটিয়ে ফেরার পর সাত ম্যাচে করতে পেরেছিলেন ৩ গোল। কিন্তু এ দিন ফিরলেন তিনি স্বরূপে। এর আগে ১০৭০ সালে এফএ কাপের এক ম্যাচে পাঁচ কিংবা তারো বেশি গোল করেছিলেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জর্জ বেস্ট। আর সিটির হয়ে প্রথম খেলোয়াড় যিনি দুইবার এক ম্যাচে পাঁচটি করে গোল পেলেন। গত বছর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষেও পাঁচটি গোল করেছিলেন হালান্ড। অভিষেকের পর সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৩ ম্যাচে পেলেন ৭৯টি গোল। এই নরওজিয়ানকে মেশিনের মতোই মনে হচ্ছে ম্যানইউয়ের সাবেক অধিনায়ক রয় কিনের কাছে। ম্যাচ শেষে হালাণ্ডের প্রশংসা করে আইটিভিতে কিন বলেন, ‘এটি হাল্যান্ডের কাছ থেকে বিশ্বমানের (পারফরম্যান্স), বিশ্বমানের। সে দুর্দান্ত, অসাধারণ রান, স্বাভাবিক স্কোরার, দুর্দান্ত মনোভাব। সে একজন মেশিন।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত