বিপিএলের প্রাইজমানি
চ্যাম্পিয়ন-রানার্স আপ কত পাচ্ছে?
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
দেখতে দেখতে শেষপ্রান্তে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ মাঠে গড়াচ্ছে দশম আসরের ফাইনাল। রাতেই জানা যাবে পুরস্কার মঞ্চে উঠে বিজয়াল্লাসে মাতবে কারা? কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রেকর্ড আরও সমৃদ্ধ হবে নাকি প্রথমবার শিরোপা সাফল্যে উদ্ভাসিত হবে ফরচুন বরিশাল? শিরোপা লড়াই শুরুর একদিন আগে ঘোষণা করা হল প্রাইজমানি। বিপিএলের দশম আসরে চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা। রানার্স আপ দলে অর্থ পুরস্কার থাকবে এক কোটি। গত আসরেই এক কোটি টাকা থেকে বাড়িয়ে চ্যাম্পিয়ন দলের পুরস্কার করা হয়েছির ২ কোটি। এবারও বহাল থাকছে সেই অঙ্কই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের প্রাইজমানি থাকছে ১০ লাখ টাকা। ফাইনালের আগ পর্যন্ত ব্যক্তিগত পারফরম্যান্সে যা চিত্র, তাতে ম্যান অব দা টুর্নামেন্টের সম্ভাবনায় টিকে আছেন রংপুর রাইডার্সের সাকিব আল হাসান, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয় ও ফরচুন বরিশালের তামিম ইকবাল। শরিফুল ইসলাম আসরজুড়ে দুর্দান্ত বোলিং করলেও দলের বাজে পারফরম্যান্সের কারণে এই বাঁহাতি পেসার এখন আর সেরার লড়াইয়ে নেই। একটি পুরস্কার অবশ্য শরিফুল নিশ্চিতভাবেই পাচ্ছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির প্রাইজমানি ৫ লাখ টাকা। ১২ ম্যাচে ২২ উইকেট তার। তাকে ছোঁয়ার কিছুটা সম্ভাবনা ছিল কেবল সাকিবের।