‘আজ হোক, কাল হোক হামজা বাংলাদেশের হয়ে খেলবে’

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। স্বাভাবিকভাবেই এমন একজন খেলোয়াড়ের জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ। বেশ কিছুদিন ধরেই তাকে লাল-সবুজ জার্সিতে খেলানোর তৎপরতা চলছে। সম্প্রতি দেশের বেশ কিছু অনলাইন পোর্টালে খবর বের হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন হামজা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের হোম ও অ্যাওমে ম্যাচের স্কোয়াডেও তার নাম নেই। ভবিষ্যতে অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী লাল সবুজ দলের কোচ হাভিয়ের কাবরেরা। গতকাল বৃহস্পতিবার বাফুফে ভবনে ফিলিস্তিনের বিপক্ষে লড়াইয়ের আগে ঘোষিত স্কোয়াড, সৌদি আরবের ক্যাম্প ও কুয়েতে অ্যাওয়ে ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে কাবরেরা কথা বলেন। ২৬ বর্ষী হামজাকে দলে পাওয়ার ব্যাপারে জানান নিজের আশাবাদ। তিনি মনে করেন, এই সম্ভাবনা একদিন সত্যি হতেই পারে। বাংলাদেশের কোচ বলেন, ‘আমি মনে করি (এ বিষয়ে) আমাদের ইতিবাচক থাকতে হবে।

ফুটবল ফেডারেশনের ম্যানেজমেন্ট এ বিষয়ে আমার চেয়ে অবশ্যই বেশি ভালো বলতে পারবে এবং হ্যাঁ, এই উইন্ডোতে সে বাংলাদেশের হয়ে খেলবে কি খেলবে না, এ বিষয়টি হয়তো অতটা প্রাসঙ্গিক নয়, কিন্তু এই সম্ভাবনা আজ হোক, কাল হোক সত্যি হতে পারে এবং আমাদের এ বিষয়ে খুবই ইতিবাচক থাকতে হবে। আশা করি, আজ হোক, কাল হোক হামজা বাংলাদেশের হয়ে খেলবেই।’ কদিন আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদও ইতিবাচক ইঙ্গিত দেন হামজা ইস্যুতে। জানা গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে হলে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট থাকতে হয়। হামজা চৌধুরীর কোনোটিই নেই বলে জানা গেছে ফেডারেশন সূত্রে। হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলায় ইংল্যান্ড ফুটবল ফেডারেশন থেকেও একটি ছাড়পত্র প্রয়োজন। সেটাও এখনো মিলেনি। সেই ছাড়পত্র মিললে বাফুফে ফিফায় আবেদন করবে বাংলাদেশের হয়ে খেলার অনুমতির জন্য। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের পরই তিনি কেবল খেলার জন্য যোগ্য বিবেচিত হবেন। এখনো অনেক আনুষ্ঠানিকতাই বাকি। বাফুফে হামজা ও তার এজেন্টের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলে জানা গেছে। আবার বিভিন্ন সূত্রের খবর, হামজা বাংলাদেশের পরিবর্তে ক্যারিবিয়ান অঞ্চলের দেশের হয়েও খেলতে পারেন। ২০১৫ সালে লেস্টার সিটিতে যোগ দেওয়া হামজা পরের বছর ধারে যোগ দেন বার্টন অ্যালবিয়নে; সেখানে কাটান ২০১৭ পর্যন্ত। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন তিনি। বাংলাদেশি মা ও গ্রানাডিয়ান বাবার সন্তান হামজা বেড়ে উঠেছেন ইংল্যান্ডের লাফবরোতে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের নানা বাড়ি সিলেটে। ছোটবেলায় প্রায়ই ঘুরতে আসতেন সেখানে। তার বাড়িতে বাঙালিয়ানা পরিবেশের কথা ২০১৯ সালে বিবিসিকে জানিয়েছেন হামজা। ওই সময় জানিয়েছিলেন, পরিষ্কার বাংলা বলতে পারেন। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেন।