শেষ হলো প্রথম মাস্টার্স টেনিস

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

৩০ থেকে পঞ্চাশোর্ধ, সবার হাতেই পুরস্কার। প্রথবার মোবিল বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মার্স্টাস ট্যুরের ১৭টি ইভেন্টে পুরস্কার জিতেছেন তারা। গতকাল বৃহস্পতিবার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে শেষ হওয়া চার দিনব্যাপী প্রতিযোগিতার ৩০ ঊর্ধ্ব এককে হানিফ মুন্না, দ্বৈতে কাঞ্চন রাম ও রঞ্জন রাম জুটি, ৩৫ ঊর্ধ্ব এককে মিলন হোসেন, দ্বৈতে নুরুল সইলমা ও সুলাইমান হোসেন জুটি, ঊর্ধ্ব ৪০ এককে কাঞ্চন রাম, দ্বৈতে জায়েন ওমরন ও শাহদাব হোসেন জুটি, ঊর্ধ্ব ৪৫ এককে শফিকুর রহমান, দ্বৈতে লক্ষ্মণ লাল ও সুইডেনের নোভাক ডেনিয়েল জুটি, ঊর্ধ্ব ৫০ এককে শিবু লাল, দ্বৈতে হীরা লাল ও শিবু লাল জুটি, ঊর্ধ্ব ৫৫ এককে যুক্তরাষ্ট্রের জায়েন ওমর, দ্বৈতে জাহাঙ্গীর হোসেন ও কিবরিয়া আখতার জুটি, ঊর্ধ্ব ৬০ এককে মাকসুদুর রহমান খান, ঊর্ধ্ব ৬৫ এককে জাহাঙ্গীর খান, দ্বৈতে শেখ মো. আসলাম ও মেয়াশির আবু আয়ুহাল জুটি এবং ঊর্ধ্ব ৭০ এককে এম এ জিন্নাহ, দ্বৈতে এএম জি মাহমুদ চৌধুরী ও জহিরুল ইসলাম জুটি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইস্ট কোস্ট গ্রুপেরর পরিচালক তানভির এ. চৌধুরী। বিজয়ীদের ১ লাখ ৭০ হাজার টাকার গিফট ভাউচার দেয়া হয়।