জুডোতে বিকেএসপি ও সেনাবাহিনী সেরা

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জাতীয় জুডোর মেয়েদের বিভাগে আনসারের রাজত্ব কেড়ে নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। এবারই প্রথম তারা দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহিদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী খেলা শেষে চারটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় তারা। দুটি স্বর্ণ, পাঁচটি রুপা ও চারটি ব্রোঞ্জ জিতে রানার্সআপ বাংলাদেশ আনসার। অন্যদিকে পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আধিপত্য ভেঙ্গে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা জিতেছে তিনটি স্বর্ণ, চারটি রুপা ও তিনটি ব্রোঞ্জ। রানার্সআপ বিজিবি দুটি করে স্বর্ণ ও রুপা এবং পাঁচটি ব্রোঞ্জ জিতে নিয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ সময় জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু উপস্থিত ছিলেন।