ফটোসেশনে ছিলেন না লিটন

প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ফাইনালের আগের দিন ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে হয়ে গেছে বিপিএলের দুই ফাইনালিস্টের ট্রফি নিয়ে ফটোসেশন। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কিংবা ফরচুন বরিশাল দুই দলের কোনো অধিনায়কই উপস্থিত ছিলেন না। তাদের বদলে দুই দলের দুই প্রতিনিধি মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক আনুষ্ঠানিকতা সারেন। নিয়ম অনুযায়ী, কুমিল্লার অধিনায়ক লিটন দাস ও বরিশালের অধিনায়ক তামিম ইকবালের ফটোসেশনে অংশ নেওয়ার কথা ছিল। লিটনের না থাকা হিসেবে ভ্রমণ ক্লান্তির কথা জানিয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার মতে, এই পথ ভ্রমণ করে যাওয়া-আসার পর আগামীকালকের ম্যাচে সেটার প্রভাব পড়তে পারত। ফটোসেশনে লিটনের না থাকা নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘অবিচার হয়েছে কি না আমি জানি না। কালকে আমার ফাইনাল খেলা। এখন আমার অধিনায়ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবেন আড়াই ঘণ্টা জার্নি করে, আবার সে আড়াই ঘণ্টা-তিন ঘণ্টা জার্নি করে এখানে আসবে। তার তো ট্রফি দেখার চেয়ে ট্রফিটা নেওয়ার জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না?’