ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়া কাপের বাছাই শুরু ক্যারমে

এশিয়া কাপের বাছাই শুরু ক্যারমে

মালদ্বীপে এশিয়া কাপ ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী এপ্রিলে। ওই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। সে লক্ষ্যে গতকাল শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ক্যারম প্রতিযোগিতা। ৫৫ জন ছেলে ও মেয়ে এই টুর্নামেন্টে খেলছেন। যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ১০ জন মহিলা। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের দুটি ভাগে খেলছেন তারা। বি-টিমের খেলা নকআউটভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে বাছাই করে দেশসেরা পাঁচজন করে পুরুষ ও মেয়েদের নিয়ে লিগ আয়োজিত হবে। প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি ও নৌবাহিনীর কমান্ডার তানভীর আহমেদ। এক সপ্তাহ পর আটজনকে বাছাই করা হবে এশিয়া কাপের জন্য। ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ বলেন, ‘এশিয়া কাপে আমাদের লক্ষ্য ভালো ফল করা। তাই সেরাদের নিয়েই যেতে চাই আমরা।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত