কেন জাতীয় দলের কোচ হতে অনিচ্ছুক সালাউদ্দিন

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রতিবেশী দেশ ভারত এমনকি পাকিস্তানও বেশিরভাগ সময় তাদের ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে স্বদেশীদের প্রাধান্য দিয়ে থাকে। তাতে সফলতার নজিরও রয়েছে অনেক। একই ধারা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়াও। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংস্থাটি সর্বদাই জাতীয় দলের কোচ হিসেবে বিদেশিদের প্রাধান্য দিয়ে থাকে। মাঝেমধ্যে দেশি কোচ নিয়োগ দিলেও সেটি অত্যন্ত স্বল্পমেয়াদের জন্য। অথচ দেশে একাধিক ভালোমানের কোচ রয়েছে। দেশীয় কোচ হিসেবে অন্যতম সফল মোহাম্মদ সালাউদ্দিন। তার অধীনে চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঘরোয়া লিগে জনপ্রিয় মুখ সালাউদ্দিন ক্রিকেটারদের কাছেও এক আস্থার নাম। সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুমিনুল হকরা সমস্যায় পড়লে তার কাছে ছুটে যান সমাধানের জন্য। দেশের ঘরোয়া ক্রিকেটে জনপ্রিয় ও সফল হওয়ার পরেও জাতীয় দলের কোচ হতে অনীহা সালাউদ্দিনের। প্রায়ই প্রশ্ন উঠে, জাতীয় দলের সঙ্গে তিনি কেনো যুক্ত হন না। সালাউদ্দিনকে কেনো জাতীয় দলের দায়িত্বে দেখা যায় না, এমন প্রশ্ন করা হয়েছিল ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে। সে সময় তিনি জানিয়েছিলেন, কোচ হওয়ার জন্য সালাউদ্দিন নিজেই আগ্রহী নয়। এবার নিজেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ। গতকাল সোমবার এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘সত্যি বলতে, এখন আমার অন্য কারও অধীনে কাজ করার বয়স নেই। সহকারী কোচ হলে অনেক বেশি পরিশ্রম করার পাশাপাশি অনেক সময় দিতে হবে। যেটা এখন আমি দিতে পারব না এবং অন্য কারো অধীনে কাজ করার মানসিকতাও এখন আর নেই।’ হাথুরুর প্রসঙ্গ টেনে কোচ সালাউদ্দিন আরও বলেন, ‘হাথুরুসিংহের ব্যাপারে আমি যা বুঝেছি যে, অন্য কোচরা তার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। আমি যেমন মানসিকতার তাতে আমাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অন্য কেউ আমার কাজে প্রভাব বিস্তার করলে আমার জন্য কাজ করা কঠিন হয়ে দাঁড়াবে। এ কারণেই আমি নাম দেইনি।’

হাথুরুর সঙ্গে কাজ করতে চায় না বলে কোচিং স্টাফের অনেকে চলে গেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতটুকু শুনেছি যে, তারা হাথুরুর সঙ্গে কাজ করতে চায় না। যদি তারাই কাজ না করতে চায়, তাহলে আমি কীভাবে করব।’ আমি ব্যাপারগুলো জানি এবং আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। আর তা না হলে জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে আমি অনিচ্ছুক।’ যোগ করেন সালাউদ্দিন।