ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

গেল ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত নৈপুণ্য নেপালে টেনে এনেছেন বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টর শুরু করা লাল-সবুজের মেয়েরা দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে। শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছেন লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশের হয়ে আলপি আক্তার, সুরভী আকন্দ ও অর্পিতা বিশ্বাস একটি করে গোল করেন। ভারতের হয়ে এক গোল শোধ দেন আনুশকা কুমারী। টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। এই ম্যাচের ওপর নির্ভর করবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। নেপালের বিপক্ষে ব্যথা পাওয়ায় এই ম্যাচে অনিশ্চিত ছিলেন সুরভী আকন্দ প্রীতি। কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই ডাগআউটে বসে থাকতে পারেননি তিনি। নেমে পড়লেন মাঠে। আর নেমেই দলের প্রয়োজনে গোল করলেন এই ফরোয়ার্ড। ম্যাচের মাত্র ৯ মিনিটে আলপি আক্তারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। পিছিয়ে পড়া ভারত নিরা চানুর হাত ধরে বারবার আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডারদের কড়া পাহারায় এই ফরোয়ার্ড সুবিধা করে উঠতে পারছিলেন না। এর মধ্যেই ১৯তম মিনিটে নিরার শট আটকান গোলরক্ষক ইয়ারজান বেগম। ৩৩তম মিনিটে আরেকটি শট ফিরিয়ে ভারতের হতাশা বাড়ান তিনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাংলাদেশের রক্ষণে দফায় দফায় হানা দিতে থাকে ভারত। ৫২ মিনিটে শ্বেতা রানির জোরাল শট পোস্টে লেগে ফিরে আসে। এর তিন মিনিট পর বাইলাইনের একটু উপর থেকে আনুশকা শার্মার সরাসরি শট দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। সমতা ফেরায় ভারত। ৭৮তম মিনিটে চমৎকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মধ্যমাঠ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সুরভী আকন্দ প্রীতি। নেপালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এই ফরোয়ার্ড। ৮৯তম মিনিটের গোলে ভারতকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় বাংলাদেশ। অনন্যা মুরমুর কর্নারে গোলকিপার বা ডিফেন্ডারদের কেউ ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি, বলে চলে যায় দূরের পোস্টের দিকে। অর্পিতা বিশ্বাস আলতো টোকায় বল জালে ঠেলে বাংলাদেশের শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠা নিশ্চিত করেন তিনি। আগামী ৮ মার্চ একই ভেন্যুতে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। এরপর ১০ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত কিংবা নেপাল। দুই দলেরই অর্জন দুই ম্যাচে ৩ পয়েন্ট করে। আগামী ৭ মার্চ ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে পরস্পরকে মোকাবিলা করবে তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত