ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হারের ম্যাচে অনেক প্রাপ্তি দেখছেন জাকের

হারের ম্যাচে অনেক প্রাপ্তি দেখছেন জাকের

সদ্য সমাপ্ত বিপিএলে নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েও শ্রীলঙ্কা সিরিজে নির্বাচকদের নজর কাড়তে ব্যর্থ হন জাকের আলি অনিক। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে আলিস আল ইসলামের চোটে কপাল খুলে যায় তার। সেই কপাল নিয়ে এবার প্রথম টি-টোয়েন্টিতেই একাদশে সুযোগ পেয়ে যান এই মিডল অর্ডার ব্যাটার। তাই স্বভাবতই ম্যাচের সব আলো ছিল তার ওপর। ৫৬ হাজার বর্গমাইল জেগে উঠার অপেক্ষায় ছিল। স্রেফ দুটি বাউন্ডারি মিলিয়ে দিতে পারত সমীকরণ। ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আসা জাকের আলী আগে ৬টি ছক্কা মেরে শ্রীলঙ্কার বোলারদের নাকানি-চুবানি খাইয়ে দিয়েছিলেন। এখন কেবল বন্দরে নোঙর করার পালা। কিন্ত তীরে এসে তরী ভেড়াতে পারলেন না। ৩৪ বলে ৬৮ রানের বিস্ফোরক ইনিংস খেলার পরও জাকের বাংলাদেশকে জেতাতে পারেননি ৩ রানে। তাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরো একবার হৃদয় ভাঙলো বাংলাদেশের। ম্যাচ শেষে জাকের আলির অভিব্যক্তি, ‘আমার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কী রকম আছি। হার সব সময়ই বেদনার। বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগত। আমি ভেঙে পড়ব না। কীভাবে জেতা যায় পরের ম্যাচ। এই ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। খাতা কলম নিয়ে নোট করতে বসলে দল হিসেবে অনেক প্রাপ্তি আছে।’ তবে এমন ইনিংসের পর জয় না পাওয়ার আক্ষেপ লুকাতে পারেননি জাকের, ‘যদি ম্যাচটা জিততে পারতাম, ১০-১২ রান করেও যদি ম্যাচ জিততে পারতাম আমার কাছে বেশি খুশি লাগত। ভালো খেলেছি আলহামদুলিল্লাহ। ম্যাচ জিতলে আরও খুশি হতাম।’ এদিন অবশ্য খেলারই কথা ছিল না জাকেরের। আলিস আল ইসলামের ইনজুরিতে জায়গা মিলে যায় তার। এবার সুযোগ আসতে পেরে তা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আগেই ইঙ্গিত পেয়েছিলেন তিনি। আর সে অনুযায়ী নিজেকে আগেই প্রস্তুত রেখেছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ‘আমি সবাইকেই বলতাম, আল্লাহ তায়ালা যখন আমার জাতীয় দলে খেলার সময় লিখে রেখেছেন, আমি তখন এমনিতেই খেলতে পারব। আমার সুযোগ এসেছে। মানসিকভাবেও প্রস্তুত ছিলাম। আলিসের যখন ইনজুরি হলো, প্রস্তুত ছিলাম। শান্ত আমার সঙ্গে কথা বলেছিল যে তোর কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে, মানসিকভাবে প্রস্তুত থাকিস। আমার সঙ্গে আগেই কথা হয়েছিল। তো আমি প্রস্তুত ছিলাম’ বলেন জাকের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত