ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পিসিবির ভূমিকায় চটেছেন ইনজামাম

পিসিবির ভূমিকায় চটেছেন ইনজামাম

গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সময়টা খারাপ যাচ্ছে পাকিস্তান ক্রিকেটের। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট তকমা নিয়ে গিয়েও সেমিফাইনালে যেতে পারেনি দলটি। এরপর চলে রদবদলের পালা। তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকেই সরে দাঁড়ান বাবর আজম, কোচদেরও সরিয়ে দেয়া হয়। নতুন নির্বাচক এবং অধিনায়ক নিয়োগের পর দেশটির ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে। তবে তাতেও ভাগ্য ফেরেনি বাবরদের। অস্ট্রেলিয়ার মাটিতে তিন টেস্টের সিরিজের ধবলধোলাই হওয়ার পর নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বাজে ভাবে হেরেছে শাহিন আফ্রিদীরা। ব্যর্থ এই দুই সিরিজের পর পাকিস্তানের ক্রিকেট পরচালকের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে। ম্যান ইন গ্রিনদের এমন রদবদলের পালা নিয়ে চোটেছেন দেশটির সাবেক তারকা ইনজামাম উল হক। নিউজিল্যান্ডের কাছে ১-৪ টি- টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ হারের পাশাপাশি এবং অস্ট্রেলিয়ায় ০-৩ টেস্ট সিরিজ হারের পরে, পিসিবি গত মাসে হাফিজকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত