ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আইপিএলে নতুন ভূমিকায় ধোনি

আইপিএলে নতুন ভূমিকায় ধোনি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ঠিক একইভাবে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালের ১৫ অগাস্ট সন্ধ্যায় হঠাৎ পোস্ট করে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে দুই সপ্তাহের একটু বেশি সময় বাকি। তবে এরমধ্যেই এর দামামা বাজতে শুরু করেছে। চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রস্তুতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক রহস্যময় পোস্টে সবাইকে চমকে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। যা ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা। যদিও সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন মাহি। নিজের অবসর গ্রহণের পোস্টের পর আর কটা পোস্ট করেছে তা হাতে গুনে বলা যাবে। এবার আইপিএল শুরুর আগে এমএস ধোনি পোস্টে লিখলেন ‘নতুন শুরুর’ কথা। ফেসবুক পোস্টে ধোনি লিখেছেন, ‘নতুন মৌসুম নতুন ভূমিকায় নামার জন্য মুখিয়ে রয়েছি। সঙ্গে থাকুন!’ ১২ শব্দের এই পোস্ট তোলপার ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায়। ধোনির এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কোন ভূমিকায় আসছেন এ নিয়ে নানা আলোচনা হতে থাকে চারদিকে। অনুমান করতে শুরু করেন তার ভক্ত-সমর্থকরা। অনেকেরই ধারণা হয়তো মেন্টর হিসেবে আসবেন তিনি। কেউবা কোচ হিসেবেই দেখছেন। এর আগে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন ধোনি। আর এমনটা হলে কী আর মাঠে দেখা যাবে না ধোনিকে। এমন প্রশ্নেই সয়লাব ভক্তদের মনে। আসর শুরুর পর থেকেই এই দলটির নেতৃত্ব দিয়ে আসছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত