স্বাধীনতা দিবস বক্সিং শুরু

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

দেশের বক্সিংয়ের মান উন্নয়নে চারটি সার্ভিসেস দলের ৩৫ জন ছেলে মেয়ে বক্সারের অংশগ্রহনে শুরু হয়েছে স্বাধীনতা দিবস বক্সিং প্রতিযোগিতা। সেনাবাহিনী, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বক্সাররা অংশ নিচ্ছেন। বুধবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন আনসারের উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জিয়াউল হাসান। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি নিজামউদ্দিন চৌধুরী পারভেজ ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন। আজ ১১টি ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।