ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপ

নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভুটান

নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভুটান

সাফ অনুর্ধ্ব ১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতও। আগামী রোববার দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার আগে আজ গ্রুপের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজের মেয়েরা। নেপালের আনফা কমপ্লেক্সে দুপুর সোয়া ৩টায় ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কেবলই নিয়ম রক্ষার। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে আগেই।

তাই আজ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে পয়েন্ট হারালেও তাতে ফাইনাল নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না লাল-সবুজদের। বাংলাদেশ নারী দলের কোচ সাইফুল বারী অবশ্য মেয়েদের এখনই অধিক আত্মবিশ্বাসী না হতে সাবধান করছেন। ভুটানের বিপক্ষে নিজেদের সর্বোচ্ছটাই দেয়ার ইচ্ছা বাংলাদেশের। শিষ্যদের পারফরম্যান্স আরও ভালো করার পরামর্শ কোচের। ‘এটা যেহেতু ফাইনালের আগের ম্যাচ, এখানে রিল্যাক্স থাকা মোটেও উচিত নয়। ভুটানের বিপক্ষে ম্যাচকে হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে, টুর্নামেন্টে যে বিষয়টা সমস্যা করে, সাসপেনশন, ইনজুরি, লাল কার্ড, হলুদ কার্ড-এগুলো এড়িয়ে যেতে হবে।’ তবে ভুটানের বিপক্ষের ম্যাচের ফলাফল যেহেতু বাংলাদেশ দলের জন্য তেমন কোন গুরুত্ব বহন করে না। তাই আজ কোচ সেরা একাদশ যে মাঠে খেলাবেন না সেটা একরকম নিশ্চিতই। এদিকে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নেপালকে ১০-০ গোলে গুঁড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনারে পৌঁছেছে ভারত। ফলে ফাইনালে ভারতকেই পেল বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ-ভারত ফাইনালের সম্ভাবনা দেখছিলেন অনেকে। হলোও তাই। তিন ম্যাচের দুটিতে জিতেছে ভারত; তাদের একমাত্র হারটি বাংলাদেশের বিপক্ষে। টানা জয়ের সংখ্যা তিনে টেনে নেয়ার সুযোগ আছে বাংলাদেশের সামনে। দুই দল কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালেও লড়েছিল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের সেই ফাইনালে নির্ধারিত সময় ও টাইব্রেকারের খেলা সমতায় শেষের পর ‘কয়েন টসে’ শিরোপা নিষ্পত্তির বিতর্কিত সিদ্ধান্তে তৈরি হয় ঘোলাটে পরিস্থিতি। অনেক নাটকীয়তার পর যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ও ভারতকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত